ছাত্র;
একজন ছাত্রই এই দেশের ভবিষ্যৎ
একজন ছাত্রই এই দেশের কর্ণধার
একজন ছাত্রই এই দেশের সম্ভবনা রাষ্ট্র নায়ক
একজন ছাত্রই এই দেশের গুরু পূর্ণ নাগরিক
একজন ছাত্রই এই দেশের নিবে দায়ভার
একজন ছাত্রই এই দেশের প্রকৃত জ্ঞানলব্দের
একজন ছাত্রই এই দেশের সুশিক্ষিত জন
একজন ছাত্রই এই দেশের গুরু দায়িত্ব নিবে।।


জনতা;
এক সময়ে একজন ছাত্রই হয় জনতা
নেয় ঐ সময়ের সেই যে ছাত্র জনতা
কল্যাণে রয় মন সেই ছাত্রের জনতা
জনতাই সকল উন্নত ও কল্যাণের চাবিকাঠি।।
জনতা এমনই এক কঠিন দল এক সময়
অনেক জটিল সমস্যাই মাথা পেতে নেয়
কঠিন কঠিন সময়ও পার করে ধৈর্য ধারণে
দেওয়ালে ঠেকে গেলে অত্যাচার নিজ দল
হতেই জনতায় ফাঁটল ধরায়ে অনন্য রুপে’
দল ছুঁটে কঠিন জবাব দেয় সেই অন্যায়ের
এই হল সেই জনতা যা একজন রাজনীতি
চেতনার মানুষ হিসেবে মনে ধারণ থাকা।।


দরদী;
দুনিয়াতে সবই হল মানব কল্যাণে
রহমত আসে বিধাতা হতে ঐ মনে
দীঘি পাড়ি দেওয়াতে জানতে হবে।


উন্নয়ন;
উচিৎ ও সুশিক্ষার মন যদি থাকে জনতায়
উন্নয়ন কেন হবে না! কে ঠেকাতে পারে?
সঠিক রাজার সঠিক নেতৃত্বে অবশ্যই রইবে
উন্নয়নের দেশ কল্যাণের জয়-জয়কারে জয়গান।।


সেই তরে;
ছ-তে ছাত্র; জ-তে জনতা; দ-তে দরদী;
উ-তে উন্নয়ন। এই সবই হল মানব কল্যাণের
মানবতার চরণের অপূর্ব ধারণ জ্ঞান দীপ্তমানের
যা না হলে কখনও একটি রাষ্ট্র উন্নয়ন সম্ভব নয়।।
===***===
===***===
বাণী : একটি রাষ্ট্র পরিচালনায় দরকার হয় সব চাইতে গুরুত্ব পূর্ণ। যে চারটি অর্থবোধক আলোচ্য প্রতিপাদ্য শব্দের অর্থবোধকতায়' সেই তরে ছাত্র, জনতা, দরদী ও উন্নয়ন। এই অর্থবোধক জ্ঞানের অধিকার যাহা নয় তাহারা দেশ রক্ষার দায়িত্ব পেলেও উহা কুশিক্ষার অভাবে পদচ্যুত হয়ে রাষ্ট্রের সর্বনাশ ডেকে এনে বড় ধরণের বিদ্রোহ সৃষ্টি করে থাকে। যা রাষ্ট্রের জনগণের ও জনগণের সম্পদের জন্যে হুমকি স্বরুপ।।