ওরে স্ত্রী আমি যে তোমার স্বামী
আমি আয় রোজগারে একজন'
তুমি আমার নয়নে আপন জনা
তুমি আমি একে অন‍্যে আপনত্ব।


সুখে-দুঃখে কাটাব সারাটি জীবন
নিজেরা কখনও ভাববো না পর'
দু'জনে করলে সংসার সুখি হবে
এ'জীবন তটে পরিবার সুখময়ে।


জীবন চলাতে আসলে বিরহ মন
যাবো না ছুড়ে ফেলে ঐ'জীবনে!
দু'জন দু'জনা একই দীক্ষা নিলাম
এ'জীবনে আমি আর তুমি জুটি।
*******************
বাণী: মানব নামক জীবনে সুখি হতে চাইলে। এক নম্বর কাজ হল আল্লাহর বিধানের উল্লেখিত নিয়ম-কানুন জানা। তারপর সত্যই সঠিক ও স্বচ্চ কথা বলা। অন্যায় লোভ-লালসার স্বীকার না হওয়া। মিথ্যা যৌবনের টানে (নারী-পুরুষ) অপচয়ী না হওয়া। তবেই প্রকৃত উপযুক্ত সময়ে যৌবনে (যুবক-যুবতী) পারিবারিক ও সামাজিক ভাবে পছন্দের মাধ্যমে বিবাহ-শাদী করা। আর সেই বিবাহিত জীবনে (স্বামী-স্ত্রী) একে অপরে সুন্দর ও মজবুত বন্ধনে সব সময় একান্তই মিলেমিশে সংসার জীবন বিনোদনে মেতে থাকা। তবেই উত্তম সুখি জীবন ভোগ লাভে ধন্য হতে পারা। অন্যথায় হতাশায় (স্বামী-স্ত্রী) সংসারে দাম্পত্ত জীবন অতিবাহিত করা ছাড়া আর কিছুই নয়।