সাথী;
সৎ সঙ্গ সাথী বানাও
স্বর্গ বাস শোভা।
থর থর ধরা সারথী
সঠিক জীবন চল।


কে;
কে আছো তোমরা বল
আপন পর জানো।
তবেই পথ একত্রে চল
কেউ হবে সাথী!


জেনে;
জেনে বুঝে তবেই চল
নেই কোন সংশ্বয়!
জেনে তার পর বিদ‍্যতা
জানতে সভ‍্যতা চল।


চল;
চল চল চল একসাথে
চল সাথী আমরা।
চলতে হবে মুক্ত মনে
চল সততা শোভা।


"সাথী কে জেনে চল"
সেই না সেরা।
আপন পর মন বিজয়
পথ চলা উত্তম।
*************
বাণী: ভাল বন্ধুর সাথে পথ চল। যে বন্ধু বিধাতাকে জানে ও বোঝেন। সেই বন্ধুর সাথে বন্ধত্ব করো। আর সঠিক পথ ও সত‍্য জীবন মান বন্ধুত্ব করো। এমন সকল বন্ধুই জীবন পথ চলার সাথী। অন‍্যথায় একা চলাই উত্তম।