শীত! শীত! শীত!
শীতেরই কথা আর কি বলি
শীত প্রেমি আমরা সকলেই!
শীত বাংলার ঘরে ঘরে বহে
চলমান এ'ধরা শীত মৌসুম।


শীতের প্রকোপ শিশির আভা
নয়তো শুধু বাহির রাস্তা ঘাটে!
কুঁয়াশার ধোঁয়াশা ঢুকছে ঘরে
ঘরখানা মোরা শীতল কনকন।


ছোট শিশু আর বৃদ্ধরা শীত কাবু
কি যে শীতের প্রচন্ড তাপ শীতল!
শরীর বহনে মানাতেই বেসামাল
গরম পোশাক ভেদে শীতে কাবু!


হত দরিদ্ররা এই দ্রব‍্য-মূল‍্য দিন
যেথা লবণ আনতে পানতা শেষ।
সেথা শীত পোশাক সংগ্রহ দায়
কোথা মানবতা মনুষ‍্যরা রয়েছে?


ধনিরা শীত সোহাগী নাম মাত্রই
সেবক গরীব দুঃখি ছিন্নমূল সেবা।
আসলেই কি প্রকৃত আছান পায়?
হে বিধাতা একমাত্র তুমি রক্ষায়!


ঘরে বসে বেসামাল শীত প্রতাপ
কখন যে হাসি হাসে রক্তিম সূর্য!
সেই অনুশাসন অনুপ‍্রাণিত প্রকৃতি
সভ‍্যতা প্রাকৃতিক ভরসা সৃষ্টিকর্তা।


এই শেষ হবে আর ক'টি রয়েছে
তবুও আনন্দ উৎসব শীত মৌসুম!
বাংলার প্রতিটি ঘরে ধুম পড়েছে
হরেক রকম নবান্ন পিঠা পার্বণ।।


ঐ'দিকে চলাচল বিঘ্ন সমস‍্যা ভরা
ধূসর কূঁয়াশায় ঢাকা পথঘাট সর্বত্র।
চলতে বাঁধা রিক্সাওয়ালা দিনমুজর
দপ্তরগামী যাত্রী শীত আর্দ্রতা কথা"।
**********************
বাণী: মানুষকে বলি এতো পালোয়ান; মানুষ হয়ে অপর মানুষকে খাটো করে দেখো। বড় বড় কথা শোনাও। তুমি হেন অমক তমক! অনেক ক্ষমতা দলবল তোমার বা তোমাদের। বিধাতার বিধানের তোয়াক্কা করোনা। অনেক পারো বেশ তো। তবে এই প্রচন্ড শীতের দাপট হতে অসহায় মানুষদের রক্ষায় একটু শীত কমিয়ে দাও না পালোয়ান। তাই যদি না পারো বেশ। তবে'রে আর ক্ষমতা খাটিও না। আল্লাহর রাস্তায় থেকে সুন্দর কর্মঠ জীবন যাপন করো। তবেই প্রকৃত পালোয়ান সুখি সুন্দর শীত পাবন সকল সমান প্রকৃতির অভয়ারোণ‍্য মানুষ।