শিক্ষা নিবে সেই দীক্ষাতে
                   রইবে জীবন নিজের কাছে
করবে জয় দেশটা নিজের
                    কাছেই নিজেকে জেনে-বুঝে।

শিক্ষা ছাড়া হয় না নিজসহ
                    এই জগতেরই দুনিয়াটাকে।
ভাঙ্গা-গড়ার এই দুনিয়া সেই
                     মনে গড়তে যদিই চাও!

তবে সত‍্যই তুমি শিক্ষার্জনে
                    সময়টি যে দাও।
শিক্ষা ছাড়া হবে না সাধন
                    জীবন নামক শূন‍্য পূরণ!

শিক্ষা অর্জনে দিলে মন
                   ঐ'মনটিতেই এক সময়ে
মানব জীবন করবে রঙ্গিন
                   সহজ কার্যে লাভে সফলতা।

শিক্ষা ছাড়া মানব জীবন
                  চোখ থাকতে অন্ধ সেই যে
গপ্লের ন‍্যায়ে শূন‍্যতেই রবে
                  এক শ্রেণির মানব জীবন।
===***===
===***===
বাণী: সুশিক্ষা শুধু নিজ জীবন নয়। নিজ জীবনসহ দেশটাকেও উপহার দিতে পারে  সেই সকল গুণি সুশিক্ষিত মানুষেরা গুণিজন। ঐ'সকল মানুষই একটি রাষ্ট্রের মূল‍্যবান সম্পদ।