সেই ছোট্ট বেলাতে যখন পড়তাম কবিতা
                   লাগতো বেশ ভাল একদিন হব কবি।
প্রকৃত পক্ষেই কবি হওয়া আসলেই সহজ?
                   বয়স বাড়ার সাথে সাধ জাগে নানান।
কতশত হিসেব কষে আর হয়ে উঠ ছিল না
                   প্রিয় বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর প্রিয়ে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দীক্ষা
                   কবিগুরু কালীচরণ দাস অপূর্ব শোভা।
পল্লী কবি জসিম উদ্দীনের অমৃত কাব‍্যাভাব
                   দু'কলম লেখাতে সেরা দশ লাইন কবিতা।
***********************************
বাণী: চলমান