শিশুরা হয় কমল মতি
              ওদের মুখটি মায়া ভরা!
ওরাই তো আগামী প্রজন্ম
              দেশ রত্ন ঊষার আলোক।


ওরাই তো পরিবার স্বপ্ন গাঁথা
              অবিচল আনন্দ দেয় বিনোদন!
পিতা-মাতা ভিবষ্যৎ চেতনা
               আপনত্বের অনন্য শোভা সুখ।


একদিন ঐ'শিশু হবে মানুষ
                সমাজ বুকে বড় হয়ে ছড়াবে!
সভ্যতা বিকাশ যোগ্য মনুষ্যত্ব
                দেখবে কেমন করে গড়তে হয়-


দেশ জাতি মানুষ মনুষ্য বিবেক?
                 শিশু মূল্য জান কেউ অসভ্য নয়!
ওরা বলে সকল ভাল থাক এ'ধরা
                 আমরা হবো একই সমাজ চেতনা।


তোমাদেরই নিকট শিখি আমরা
                 দেখি যখন করো কর্ম-ধর্ম ভাল!
দেখেই বুঝি চলছো সঠিক পথেই
                 তাই তো শিশু আমরা বেশ খুঁশিতে।


তেমন করেই চলতে চাই আমরা
                 গড়বে জীবন সুন্দর এক অপরে।
ঐ মনটিতে যখন দেখা অসভ্যতা
                 বড়রা করে ঝগড়া-ঝাঁটি ভেজাল।


শিশু মন বিরাজ করে এ কেমন!
                 এই নাকি সুন্দর দুনিয়া কোথায়?
এমন করেই কি জীবন-যাপন হয়?
                 ভাবনা শিশু বয়স রেখাপাত মন।


তাই তো আমি বলছি কবি শোন!
                  দেখ মানুষ সকল সমাজ-পরিবার'
কখনো করবে না কোথাও নয় অন্য
                  শিশুর সামনে অন্যায় অসভ্য কর্ম।


তবেই হবে শিশু মন বিকশিত অনন্য
                  বড়রাই যদি হয় সভ্য ছড়ানো গুণিজন'
গড়বে দেশ জাতি দিগন্ত বিলাপ ভরা
                  সর্বোত্র দেখা উৎকর্ষতা প্রাণ শিশু কথা।
×××××××××××××××××××××××××××××××
বাণী: শিশুর বিকাল লাভ হয় পরিবার হতে। ঐ'পরিবার যদি প্রকৃত বিকশিত পরিবার না পায়। সেই সকল শিশুর সুন্দর বেড়ে উঠার বিকাশ লাভে বিশেষ বাঁধার সৃষ্টি হয়। যারন্যায়, যেমন পরিবার তেমন শিশুর বিকাশ বলে সমাজই প্রকাশ করে থাকে। তাই শিশুর কথা বলি শিশুদের জন্যে অবশ্যই সুন্দর বিকশিত কুলষমুক্ত পরিবেশ তৈরি করা উত্তম। অন্যথায় ভাল ফল আশা করাটা অবান্তর।।