শীতকাল যেন আনন্দের জোঁয়ার
অনন‍্য শোভার আভা মন উৎফুল্ল।
রাস্তা-ঘাট শুষ্ক চলাচলে বেশতো
আমেজ পড়ে কথামালা গল্পের।


শীতলতা তরুলতা গাছে পশুরাজ
বাঁধাঘর শূন‍্যতা আনন্দ শোভাতে।
কতশত স্বপ্ন আঁকা প্রেম সভ‍্যতা
কতকথা মনে ঐ'সেই শীতকালে।


প্রকৃতি রূপ এখন এসে পরিবর্তন
অতীতের সব গ্লানি মুছে ফেলেছে।
নেই কোনই সেই সেরা চলমানতা
যে কেহ পুরাতন জানা হয় অজানা।


প্রকৃতির শোভায় এসেছে ব্যাপকতা
অনেক পরিবর্তন বর্তমান সন্তানেরা
হচ্ছে অচেনা অজানা সকল সম্ভার
জগৎ সংসার প্রকৃতি শ্যামলা অপূর্ব।


চলমান..