শিক্ষা হল অনন্য শোভা মানব জীবন গঠন-পঠন
অসাধারণ জীবন পেতে সাহেব সাঁজ!
হায়'রে মানুষ শিক্ষা অর্জন করলে বটে কি মনটি
প্রকৃত মানুষ হয়েছো কি এ'ধরা বুকে?


জীবন মান গড়তে জানতে হয় থাকতে মন মনুষ্য
তবেই আমরা মানব জাতি সভ্যতায়!
যতই করি শিক্ষা দীক্ষা না হই যদি মুক্ত মন মানুষ
সেই মানুষেরাই অন্ধ শিক্ষা অজ্ঞানের।


একটি ছেলে একটি মেয়ে সুশিক্ষা ভাল ফলাফল
চাকরী-বাকরী-অর্থ-সম্পদ-পরি-পূর্ণ!
কর্মখানা শিক্ষা প্রতিষ্ঠান বর-কনে উভয়ই শিক্ষক
সংসার জীবন মধুময় সন্তানে পূর্ণতা।


এক অপর চলছে বেশ! নেই তুলনা এ'ধরা তরে
সেই না তারা হঠাৎ লোক-মুখে রটনা;
কি শিক্ষা করেছে স্ত্রী, থাকতে চায় না স্বামী ঘরে
পছন্দ করে না পিতা-মাতা দেখাশোনা।


ওরে শিক্ষা বদমাহিশ শিক্ষক সমাজ ভরা অপদার্থ
যেন মত্তমদদ শয়তান শিক্ষা অর্জন মন।
ওরাই আবার শিক্ষা গুরু দেয় শিক্ষা ছাত্র-ছাত্রী
কি করে আদর্শ শিক্ষা তোদের ছাত্ররা?


বিবাহ্ হয়েছে সন্তান এসেছে কোল জুরে এ'ধরা
কি অভাব নেই তাদের ঘর সাঁজবেলায়?
কেন'রে মানুষ; কেন করছো এমন মান-অভিমান
ঐ'দেখ প্রজন্মরা দেখছে তোমাদের কর্ম!


এমন কেন করো, ভুল পথে হাটছো, কেন করছো?
শিক্ষা আছে বুদ্ধিও আছে বিবাহিত জীবন!
সন্তান আছে;স্বামীও আছে, বাবার বাড়ি কেন থাক?
স্বামী বতিত পিত্রালয়ে সন্তানসহ থাকছো?


কেন কিসের নেশায় কোন পাপে এমনটি মন ভাবনা
নিজ জীবন করছো নষ্ট; করছো সন্তানেরও।
এই না কি সুশিক্ষিত; শিক্ষক তোমরা মানুষ গড়ার
তোমাদের চরিত্র হয় যদি জীবন ভাঙ্গা-গড়া?


তোমরা শিক্ষক এমন কর্ম কেন, মান-ইজ্জত গেলো
এমন শিক্ষক হতে সমাজ কি নিবে বিকৃত।
মস্তিষ্ক হয় তোমাদের বিকৃত; শিখবে কি এ'সমাজ'
বলো দেখি কি দিলে সমাজকে, নিলে কি?


সভ্যতা বিকাশ বিলাপ জীবনমান অনন্য সুন্দরে
সেই চেতনা না জেনেই জ্ঞানী ভাবনা!
কোথায় স্বর্গ; কোথায় নরক; এই ধরণী ধরাধম
হিসাব-নিকাশ সবই শেষ কর্মফল শূণ্য।


তোমরা শিক্ষিত; কর্ম শিক্ষাকতা; মান-ইজ্জত
রয় সমাজ ভরা, ধরে রাখো সেই মান!
এমন কর্ম করিও না যেন সমাজ হয় অপমান
শিক্ষা আর মানুষ মন দু'মিলন জীবনটি।
×××××××××××××××××××
বাণী: জীবনে এমন শিক্ষা অর্জন করো না, যে শিক্ষা নিজেকে অন্ধকার ক্ষতিতে পতিত করে। সেই শিক্ষা অর্জন করার চেয়ে মূর্খ থাকাই শ্রেয়।