যদি কারো ইচ্ছা-শক্তি থাকে প্রবল
যদি হয় ধীর মনবলী ও কঠোর পরিশ্রমী;
যদি নাহি হতে চায় পর শ্রী-কাতর;
কোন অভাব, দু:খ কষ্টই ঠেকাতে পারবে না
লক্ষ অর্জিত সেই শিক্ষার্জন!
মনের মাঝে যদি থাকে প্রবাল ইচ্ছা;
যদি না থাকে তেমন টাকা-পঁয়সা
তাই বলে কি ভাববে..
হবে না বুঝি আর পড়া-লেখা!
এদিকে বয়স বেড়ে যাচ্ছে--
কি করবো; না করবো; ভেবে না পাই....
তবুও ছেড়ে দেওয়া যাবে না যে হাল!
করতে হবে পড়া-লেখা।
পড়া-লেখার পাশা-পাশি;
উপার্জনের ন্যায় কাজ করলে!
পড়া-লেখার স্বপ্ন হাত ছানী দিবে;
কাজের পাশা-পাশি তুমি,
চালায়ে যাবে পড়া-লেখা
তুমি হার মানবে না,
যাবে না কোন আপন জনের– নিকট;
হাত পাতবে না কোন সহযোগিতার।
হতে হবে না কোন ঋণি,
সইতে হবে না মানুষ হওয়ার পিছনে-
কোন মানুষের অপবাদের গøানি।
তাইতো আজ তোমরা হবে সফল কাম!
পাবে সমাজের সামাজিক মর্যাদা।
কোন অবস্থাতেই মানবে না হার;
এগিয়ে যাবে নিজ প্রত্যয়ে!
পড়া-লেখার পাশা-পাশি যখন করবে কাজ
নিজ খরচ চালায়ে করতে পারবে
আপন জনদের সহযোগিতা।
যে করেছে অলসতা, সে কি কখনও পাবে;
আপনার মত মানুষ হওয়ার এই মর্যাদা।
দেখবে! উচ্চ শিক্ষা অর্জন করেছো;
সহযোগিতা করেছো পরিবারের,
তোমাকে দেখ ভাল করেনি কেহ তাতে কি হয়েছে!
তুমি নিজে মানুষ হয়েও করতে পেরেছ তাদের সহযোগিতা।
তাই তো বলি শিক্ষা অর্জন করতে লাগে না কোন অর্থ!
লাগে শুধু ইচ্ছা শক্তি, আর সেই অদম্য ইচ্ছা শক্তিই
পূরণ করে দিতে পারে মানুষের-
সু-শিক্ষা অর্জনের চাবি-কাঠি।
তাহলেই তুমি হবে দৃরতা ও আত্ন:বিশ্বাসী।
তাই তো বলি শিক্ষার্জনে লাগে না অর্থ-কড়ি।
===×××===
===×××===
বাণী :প্রবল ইচ্ছা শক্তি যদি থাকে মনে! রয় যদি প্রত্যয়! কে কাকে বাঁধায় আঁটকাতে পারে জীবন উদ্দীপ্তমানের চেতনাকে। সেই জনেরাই তো হতে পারে প্রকৃত মানুষ।