শিক্ষক!
শিক্ষা গুরু তুমি; শিক্ষক হিসাব চল
তুমি আমাদের শিক্ষক।
কত আপন করে শেখাও লেখা-পড়া
প্রকৃত জ্ঞানার্জন এ'ধরা!


শিক্ষক তুমি আদর্শ নীতিবান জ্ঞান গর্ব
দেখি তোমাকে পথচলা!
সামাজিক মর্যাদা অনন‍্য শোভা মুগ্ধ মূল‍্য
ভালো লাগে তোমাকে!


মনবলে সুশিক্ষা অর্জন করে শিক্ষক হবো
আদর্শবান শিক্ষক প্রহরী।
গুণিজন সকল ছাত্র-ছাত্রীর এক আদর্শতা
সেই ভাবনা শিক্ষক সকল।
************************
বাণী: যে শিক্ষকের মাঝে ছাত্র আর শিক্ষক নীতি-নৈতিকতা, আদর্শতা, চরিত্র, শিষ্ঠাচার, ন‍্যায়-রীতি পার্থক‍্য থাকে না। ঐ'রকম শিক্ষক হতে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান আহোরণ তো দূরের কথা। হিতে বিপরীত অসভ‍্যতার পরিচয়ে পরিচিতি পেয়ে সমাজে অসভ‍্য জ্ঞানপাপী শিক্ষার্থী তৈরিতে বিপর্যায় ঘটা ছাড়া আর কিছুই নয়।