শিশুরা যখন মায়ের কোলে
              ভাবে কখন সে হবে বড় যে!
ঐ' শিশুটিই দেখে বড়রা কি বলে;
           আমি বড় হয়ে বলব কথা ঐ'ভাবে।


দেখে শিশু বড়রা যায় স্কুল-কলেজে'তে
           শিশুটিও ভাবে আমিও বড় হয় যাবো।
যাবো মোরা তোমাদেরই একই পথের পথিকে
           সেই ভাবনাতে শিশু ভাবে গভীর মনে।


একটি শিশু একটি পরিবারের  সুন্দর ফুল
         সেই ফুলের সৌরভ ভোগ করে পরিবার
শিশু পায়  আদর স্নেহ ভালোবাসা ও সোহাগ!
            কত স্বপ্ন বাঁধ বাঁধে  পিতা-মাতার মনে।


ওহে পিতা-মাতা শোন সকলেই
             হও তোমরা প্রকৃত মাতা-পিতা!
ঐ' কমল মতি শিশুদের সামনে করিও না
         এমন কর্ম যা শিশু মনে রেখা পাত ঘটে।


ওরে পিতা-মাতা, বড়-ভাই-বোন আরো অনেকেই
                 শিশু বিকাশে বাঁধা হয়ে দাঁড়ায়!
তোমাদেরই কর্ম-কান্ডের বিবেকহীন চরণে
        সেই তরে কি করে সব মানুষ সুন্দর হবে?


আসলে আমরা মানুষ রুপের পশু যদি হই!
                তবে কি করে প্রজন্মের ঐ শিশুরা;
কি করে হবে আদর্শ শিক্ষার গুরু চরণের?
        শিশুর সামনে পিতা বলে তুই ভাল না রে।


শিশুর মাতা মনটি বেজার ভারীতে কয় যে কথা
         শিশুরই সাথে; শিশু ডাগড় ডাগড় চোখে
মায়ের পানে তাঁকায় পিতা কি বলেছে তাই!
       শিশু মন সবই বোঝে শুধুই প্রকাশে বিঘ্নের।


এবার বলেন আমরা ভাল মানুষ খুঁজি!
           আসলে আমরা তো পরিবার হতে নই
ভাল যে শব্দের অর্থ সেটাই জানা দায়'
            সব মানুষ গুলি যদি হতে চেত সুন্দর!


সেই চেতনায় সুন্দর অর্থ বোধকতা জানে ক'জনা
                আমরা মানুষ নামে কলংঙ্কের বোঝা!
জন্ম লগ্ন হতেই সেই বিষ ছড়াবে কোন উঁঝা?
          তাই তো  সব মানুষ গুলি যদি হতে চেত সুন্দর!


এমন সমাজের মানুষ; মানুষ হতে সেই প্রেরণায়!
            এসো ভাই-বোন সকলেই ঐ' সুন্দর ভাবনা মনে
তবেই তো আশা হবে পূরণ সুন্দর একটি পৃথিবী!
           ও পৃথিবীর সব মানুষ গুলি যদি হতে চেত সুন্দর!
সেইখানে থাকতো না কোন অসুন্দর ভেদা-ভেদ।
             এই সমাজের একই রবি শশী মোদের সাথীতে।
===×××===
===×××===
বাণী: "সব মানুষ গুলি যদি হতে চেত সুন্দর" আসলে এই সুন্দর বোঝাতে রুপ সুন্দর নয়! মানুষ মানুষের সুন্দর আক-লাকের, চরিত্রের, শিষ্ঠাচারের বিষয়টি তুলে ধরা হল। একটি পরিবার হচ্ছে সন্তান-সন্ততি উৎপাদনের কারখানা ও মানুষ রুপে গড়ে তোলারও কারিগর পিতা-মিতাই। সেই পরিবারেই যদি পিতা-মাতা ও অন‍্যান‍্য পরিবার ভূক্ত একটি বেয়াদবও যদি ঐ' পরিবারে বসবাস করে থাকে। সে একাই ঐ'পরিবারটি ধ্বংস করে দিতে পারে। তাই "সব মানুষ গুলি যদি হতে চেত সুন্দর" ইচ্ছা থাকার পরেও পেরে ওঠে না।