শালা বাবু নামটি শুভ
করলো শাদী শুভ ক্ষণ
আপন ভূবণ পেতে প্রেম
নিলো বেছে সোহাগীনি।


পর্দাণশীল নারী রুপটি
গতর ঢাকা পরিপাটি
শিক্ষা আদব কায়দাপুর
পর্দার বাহির দেখাদায়।


চোখ আছে বউ কই?
ভারী লাগছে লাগিয়া
সুখে থাকবে ভাবিয়া
আপন পর সকল জন।


প্রাণের টান যেন নয়ন
সবই দেখা মেলে জবে
অতি সুন্দর লাগি তব
অপূর্ব মিলনে দু'জনা।


দোয়া রইল সব সময়
থাকবে তোমরা সুখে
আলোকিত মনে শুদ্ধ
জীবন গড়ন আপনে।


এই কামনা জেনে রাখ
তবু এ'ভব তরে জীবন।
দিল্লিকা লাড্ডু প্রেম ভর
সুখ শান্তি আবেগ প্রেরণা।


কত স্বপ্ন হাজারো চেতনা
দায়-দায়িত্ত্ব বেগবান শব্দ
চরণে রপ্ত যৌবন স্বর্ণেরই
মিলন সেরা যুবক-যুবতী।
***************
বাণী : শালা বাবুর নুতন বউ মুখে মুখোশ চোখ খোলা। ছবি ছেড়েছে দু'জনা। ধর্মের পরিচয়ে পোষাক ভারী চমৎকার সভ‍্যতার প্রকাশ। মানুষ মানুষে সভ‍্যতা সভ‍্য পোষাক সভ‍্য মনে। তবেই জয়ী এ'কাল আর পর জগতে।