তখন আমি অষ্টম শ্রেণির ছাত্র
                     আমার অধ‍্যায়ন রত স্কুলেরই
সামনে দিয়ে বহমান দূরপাল্লা
                     পরিবহণ যত্রতত্রের পিচ-ঢালাই
মহা-সড়ক। সেই সড়কটি দিয়েই
                     একদিন যেতেই দেখতে পেলাম
বিশাল সামরিক বহরের যান
                     সাথে বাহারী পোশাক পরিহিত
সৈন‍্য-সামন্তের চৌকস দল ও
                     দল নেতারা চক্কর-বক্কর সবুজ
পাতা কালারের পোশাক শরীরে,
                     কোমর বন্ধনিতে কষে পড়া টাইট
ফিট চওড়া বেল্ট, মাথাতে মানকি
                     ক‍্যাপ ও পায়ে পরিহিত কালোবুট।
দেখতে ভারী স্মার্ট আ-হা-কি-যে-
                     ভাল লেগেছিল ঐ'সময়টিতে এই
দু'টি নয়নেতে যা বুঝানোই বড়ই
                      দ্বায়! এরই মাঝে আমি ভেবেছি
এমন পোশাকের হয়তো সৈনিক
                      সকলেই প্রশিক্ষণ গ্রহণে হয় বুঁঝি
আমাদের সাধারণ মানুষ হতেই
                      আলাদা রকমের অন‍্য রকম চাল-
চলন। ঐ'রকমের পোশাক পড়ে
                      করে কি ভাবে প্রাতঃরাশ ত‍্যাগ।
সেই ভাবনাতেই আমায় মনটি বড়ই
                      হয়েছিল ব‍্যাকূল কবে হবো সৈনিক?
জানবো সবই আলাদা রকম করে।
                      সেই ভাবনা মনটিতে বলেছিলাম হে বিধাতা
দিও আমাকে সেই ভাবনাময়েই
                      আশাতুত স্বপ্ন-সাধ পূরণেরই সৈনিক
হওয়ারই সুযোগ! বানিও যোগ‍্য-
                      উপযুক্ত আদর্শ সৈনিক দিও বীরত্ব।
===***===
===***===
বাণী: ইচ্ছা শক্তিই মানুষকে জাগ্রত করে থাকে। যে সকল যুবকের মধ‍্যে ইচ্ছা শক্তি কাজ করে না, সেই সকল যুবকেরা সৈনিক হওয়ার সাধ গ্রহণ করতে পারে না।