কখনো পরাজয় রাখিনি মনমাঝে
শতঘাত প্রতিঘাত পেয়েও!
মানুষ বেঈমান করেই বেঈমানী
মানুষ হয়ে মানুষের সাথে।


যারা বেঈমান মুনাফেক আপন
কে পর ঠিক থাকে না ওদের!
ওরা বিবেক বিক্রিত নষ্টালোক
ওরা মুখোশধারী শয়তান।


ওরা হিংসা রোষানল হত‍্যাকরে
কুরমা-পোলাও ভক্ষণরত।
ওরা পাষন্ড দানব চরিত্র মনের
সীমার হারমানায় মানবতা।


সেই সকল অত‍্যাচারের শিকল
ভেঙ্গে স্বপ্নদেখা জীবনটি!
কখনো ভুল করেনি এ'ধরা বুকে
প্রতিবাদ করেছি স্বপ্নমাঝ।


হাল ছাড়িনি ভয়ে শত্রু অত‍্যাচার
বিধাতার দরবারে ফরিয়াদ।
হে বিধাতা রক্ষা করিও এ'বান্দার
তাই কঠোর পরিশ্রম সততা!


আজ জীবন যুদ্ধে সফলতা মুক্তি
কোন পরনির্ভশীতলা নয়।
পরাজয় করতে পারেনি ওরাও
যা মানুষকেই হিংসা করে।


স্বপ্ন যদি অটুট থাকে স্বপ্ন দেখা
কর্মফল উদ্ভাসিত রেটিনা!
উদয়ন উদ্ভাস আলো জ্ঞানকোষ
ঊষালোক বিভোরতা স্বপ্নই।
*********************
বাণী: জীবন যুদ্ধে বিজয়ী হতে বুদ্ধি খাঁটিয়ে সত্র নিষ্ঠারসঅপূর্ব মানুষ মনগড়ে তুলতে হবে। তবেই মানুষ তার প্রকৃত চাওয়া স্বপ্ন বাস্তবায়নে স্বার্থকতা লাভে ধন‍্য হতে পারবে।