এই জগতের সেরা
এই জগতের তরে
এই জগতের রুপে
এই জগতের চরণে।


হয়ে মানুষ আমরা
মানুষ রুপেরই কর্মে
কি যেন ফলবানে
হয়ে করে আসছে


এই জগতেরই ভবে
কি আনন্দ কেমন
করে থাকে ঐমনে
অনেকেই কাজ নয়'


বিনা কারণে দুষ্টের
অরণ‍্যের রোদনে ঐ
শুধুই করে আসছে
কি যে নামকরণের?


জীবন যদি গড়তে
নাই পারো ওদুষ্টের
মন! তবে কিলাভে
সময় অপচয়ে সর্ব


নাশাতে হলে সর্ব-
গ্রাসীর রুদ্রো দ্বারে
সময় জীবন হতে
চলে গেলে ঠিকই


একদিন বুঝবে কি
করেছিলে ঐ সময়ে
বিনা কারণে মাকাল
ফলবানে জলে রসা


তলে যেখানেই গেছেন
সেখানেই মিলায়েছে মেলা
ঐ সেই দুষ্টের দমনের
ছলচাতুরীর যার সাথে


ঐ দুষ্টের চরিতার্থের
হয়েছে হ্নদয় গভীরের
জীবন সফলতার অন্ধ
বন্ধুত্বের অশানিত ওশীনে।


সেই বলতে পারে
আসলে প্রকৃত দুষ্ট
মনের বেদনার বয়ে
নিয়ে চলেছিল সর্বক্ষণ।


মানুষ হয়ে জন্ম
যেখানে রয় মানব
মনের অনন‍্যতায় ভরে
সেখানে কেনই বা হবে


ঐ নাম সর্বজনের
স্বীকৃতের দুষ্ট নামে।
লোক মুখে বলেন
অমক যাচ্ছে বেটা


বেজায় দুষ্টামী করেই
চললো জীবন ভর।
কিছুই করতে পারলো
না জীবনে। আবার


কেহ বলেন বেজায়
ছিল পাজির ঝাড়াপা!
তাই তো জীবনের
শেষমেষ পেলেন রসাতল


যেমন করেছে কর্ম
সেই তরে পাবেই
তো অমন অকালের
বে-স্বাদের দুষ্টতা।


দুষ্টের দুষ্টামী কত
মজা ভন্ডামীতে রয়ে
সেরা শুনতে বেজায়
কি লাভ হবে ঐমনে?
===×××===
===×××===


বাণী : কিছু সংখ‍্যক মানুষ রয়েছে বা যুগযুগে একেক করে আসছে। তারা শুধু এক প্রকার বিনোদন দিয়ে যায় অপর মানুষের মনের মনোরঞ্জন শুধুই সর্বজন স্বীকৃতের দুষ্টের ঐ মনে। সেই তরে ঐ সময়কেই লাগায়ে কাজে নিজ জীবনকে যদি লাগাতো। সেই তরে জীবন পেতে পারতো ঐ সেই (দুষ্ট) নামে নহে। হতে পারতো প্রকৃত সেই জন। যার নাম কর্মঠের অনন‍্য রুপের।