শোন মানুষ সকলেই
কাকে মুনাফেক বলে?
একই মানুষ কর্মফলেই
কর্মই কর্ম পদবী পায়।


একজন মানুষ হয়েই
তারই কর্মকান্ডই এক
সময়ে কোন না কোন
ভাবেই যে যেমন করে


থাকে কর্ম ঝঞ্জার রুপ
ঐরুপেরই নাম করণে
মানুষের নামের কর্মের
রুপ নিতে পেয়ে থাকে


সকল লোক সমাজের
মুখে মুখে  তারই কর্ম
ফলের শিরনামের তব
ঐক্ষেত্র ফলের যোগে


যোগফল নামে কর্মগুণ
বলে দেয় মানুষ হিসেবে
নিয়ে জন্ম কি এমন কর্ম
শিখলে যে হতে হল সেই


রুপের এতো ভাল রেখে
হাতে নিলে শিখেছো যে
কি কর্ম কান্ডের কাজ ঐ
তরে হলে যে মুনাফেক।


কি যে লজ্জা কি যে ঘৃণার
মানুষ রুপের মানুষই হয়
অমন নামের একজন এই
সমাজের একই সাথে করে


বসবাসের ভাবতেই অবাক
লাগে একই বোধদ্বয়ের বর্ণ
রক্ত রুপ চেহেরার ধরণের
মানুষ কি করে হয় মুনাফেক?


ওরে মানুষ এসো করো ভাল
কাজ; মানুষ হয়ে হয়ো না যে
অমন নামে যে আর যা লাগে
ঘৃণিত শুনতে লাগে না ভাল।


এমন কর্মের জীবন গঠন করো
ঐ নামের অঘাতের জীবন করো
না পদ পদবীতে ভরে সেই তরে
ভবিষ‍্যৎ জীবনকে রসা তলে দিয়ে।
===×××===
===×××===
বাণী : মানুষ হয়ে যদি হতে হয় সর্বজন স্বীকৃত (মুনাফেক) নামের। তাহলে ঐ নামক চলন বলন হয় কি করে সমাজ চেতনায়। সেই সকল মানুষের জীবন নামক  প্রকৃত অচেনায় রয়ে এক সময়ে মুনাফেক নামের পরপারে চলে যেতে হয়। এমনই যে কর্ম করে গেলেন চলে সর্বশেষ যার নামকরণে রয়ে সেই নাম মানুষ হয়েই হতে হয় মুনাফেক। আ-হা! অপর মানুষই বলে ঐ লোকটি বড়ই মুনাফেক ছিলেন। যে কাজ মানুষের নহে।