দুই হাজার বিশ সনেরই এই তারিখে
কবিতা লেখা মনেরই অস্তিরতাতেই!
বিচলিত মনেরই ভাবনায় কবি চরণে
লিখিবো কবিতা সেই মুগ্ধ উদারতায়।

কিভাবে সংরক্ষণে প্রকাশ করা যায়?
ঐ'মনেরই জল্পনা-কল্পনার অবসানে
পেয়ে গেলাম বাংলা কবিতার আসর
সমস্ত বাংলা ভাষা-ভাসীর কবিদেরই।

মনের, হ্নদয়ের, প্রাণের, আত্মার, রিপু,
সুখ-দুঃখ, বিরহ-বেদনা, হাসি-কান্না, ঐ
সেই জল্পনার মনের গভীরের জমানো
আনন্দ-বেদনা মন মুক্ত প্রকাশ আসর।

সত‍্যই মনের কথা কাকে বলবে; কে
শোনার রয়েছে; যে জন শোনেন; সে
জন নিতে চায় ঐ'সুযোগের অনলের
বিরহের বেদনা বিদুরই চরণের মনে।

সেই তরে যে জন দেশকে ভালোবাসে'
সেই জন ভাবনাতে রয়ে মনের গভীরে
সেই যে নিরব কান্নার প্রতিবাদ করার
নাই তো শক্তি প্রকাশের কাকে বলিবে?

এমনই অনেক ঘন-ঘটা মানব জীবনে
অহরহ'ই বহমানে বহণ করে আসছে।
যা অনেক লজ্জা-শরমের মাথা-কাঁটা
এই সমাজেরই মানুষ প্রকাশ করতে!

পারে না অকুপটে লোক সমাজের চক্ষু
লজ্জার ভয়ে; সেই মনের ভাবনার ঐ'
অপরুপ সুন্দর প্রকাশে চমৎকার এক
অনন‍্য বাংলা কবিতার আসর ডটকম।

বাংলা ভাষা-ভাষীর লেখক; সাহিত‍্যিক;
কবিগণের দেখতে পেলাম অন-লাইনে'
খুবই মুগ্ধকর একটি আনন্দ-ঘন মেলা!
কবিগুরু জনদেরই মিলনে জ্ঞানে-জ্ঞান!

পদ-চারণার নতুনত্বের সুউচ্চ গাঁথুনীতে
চলে যেন কতশত স্বপ্নের মুক্ত বাংলারই
শোভিত এক সুবিশালেরই দৃষ্টি নন্দনের
কনক্রিটের সৌন্দার্য‍্যের মুগ্ধকর কারুরই'

নকশা খঁচিত নামকরা বিশ্ব সেরা চিত্তের
শিল্প-চরণের তুলিতে এক মনের অঙ্কন।
যা প্রকৃত পক্ষেরই একটি জগৎ সেরা ঐ'
যে বাংলা কবিতা  প্রকাশের ওয়েব সাইট।

ঐ'সময়ে পেয়ে তো মহা খুঁশি! পেলাম
যেন একটি সুন্দর প্লাটফর্ম; মনের ভাব
প্রকাশে অসাধারণ একটি বাংলা কবিতা
আসরের মাধ‍্যম, সেই যে লেখা শুরু হয়ে!

আজ তিনশত পঁয়ষট্টি দিনে একটি বৎসর
শেষ হল বাংলা কবিতার আসরে নিয়মিত
কবিতা লেখা জমা করে প্রকাশে যেন ধন‍্য
বাংলা কবিতার সম্মানিত এডমিনগণকে।

কবিতা গুলি যাচাই-বাছাই করত: প্রকাশে
সহায়ক হয়ে একটি জায়গায় অবস্থানেরই
সুযোগ করে দেওয়াতে কৃতজ্ঞতা প্রকাশের
মাধ‍্যমে বাংলা কবিতার ওয়েব সাইট বলে'

কথাতে রয়েছেন যে সমস্ত সম্মানিত সদস‍্য
বৃন্দ প্রত‍্যেকেরই প্রতি রয়েছে আন্তরিক শ্রদ্ধা
শুভ-কামনা ও হ্নদয় নিংরানো ভালোবাসার
মহব্বতের তরে আজীবন শুভকামনা।।

আঠারো আগষ্ট দুই হাজার বিশে বিষ মনেরই
মানবের জীবনে মহামারী নামক করোনা কাল
সেই হতে কবিতা রচনা করে আজও চলমানে
তবিয়তে আল্লাহ রেখেছে ভাল ভাবে আমায়।

কত আপন জন এরই মাঝে এই করোনায়
আক্রান্ত হয়ে মৃত‍্যুবরণ করে চলে গেছেন
পরপারে। আল্লাহ যেন বেহেস্ত নসিবে হন
সহমত দোয়া রইল সকল বিদেহী আত্নাতে।

যাহাই হউক না কেন রচিত কবিতা প্রকাশ
হওয়ার কথা ছিল পূর্ণ একটি বৎসরে তিন
শত পঁয়ষট্টি টি! একটি কবিতা হঠাৎ'ই মুছে
গেছে আসরের পাতা হতে! আর দুটি কবিতা'

সময়ের অভাবে হয়নি লেখা যার ন‍্যায় আজ
এই কবিতাটি সহ সর্ব মোট তিনশত তেষট্টি
টি কবিতা একটি বৎসরে নিয়মিত প্রকাশে
নিজেকে গর্বিত মনে পাঠককে উপহার দিতে
পেরে সত‍্যই অভিভূত ও মুগ্ধতায় উদ্ভাসিত।

সেই সাথে বাংলা কবিতার আসরের সকল
কবিগণের প্রতি জানাই আমার শত কোটি
কোটি সালাম; শুভকামনা ও দোয়াসহ সুস্থ‍্য
জীবন কামনায় ভরা মনে সপরিবারে ভাল
ভাবে বসবাসের মুক্ত বাংলার স্নিগ্ধ আবাস।
===×××===
===×××===
বাণী: সময়কে ভাল কাজে ব‍্যবহার করলে সময়ই একদিন জলন্ত স্বাক্ষী হয়ে মানব জীবনকে চরম সত‍্যের কর্তব‍্য নিষ্ঠার হিসাব বুঝিয়ে দিয়ে সমাজে সম্মানী করে তোলেন। যা ঐ শ্রেণীর কর্তব‍্য নিষ্ঠা  মানুষেরাও জানতেন না। এরই নাম হল শ্রমের প্রকৃত ও মূল‍্যবান মর্যাদা।