মনে পড়ে সেই অতীতেরই স্মৃতি কতকথা গল্প
অনেক চলাপথ প্রাইমারী-হাই স্কুল বন্ধু-বান্ধব!
নানা বাড়িতে পড়ালেখা করেছি প্রথম শ্রেণী হতে
তৃতীয় শেণী পর্যন্ত। চতুর্থ শ্রেণী-পঞ্চম শেণী পাস
করেছি নিজ গ্রামের পরানপুর সরকারী প্রাথমিক
বিদ‍্যালয় হতে। ছিল প্রতিযোগিতা সহপাঠী দল।


আপনত্ব বন্ধু-বান্ধব একত্রে করেছি পড়ালেখা-
খেলাধুলা! যেথায় যেতাম হাট-বাজার-সেথা দেখা
মিলতো একে অপর কি রে কি খবর কোথায় যাস?
এমন করেই কথা দাঁড়ানো চায়েরই আড্ডায় বেশ।
সন্ধ‍্যা ঘণিয়ে ছুটে চলি বাড়ি অভিমুখ যার যার ঘর
স্মৃতির আঙ্গিনা কথা আজ আর তেমন হয় না দেখা।


হাইস্কুল পড়ুয়া সাথীরাও ঐ'দূরত্ব বলে কথা অদেখা
জীবন এমনই এক চলমান চালিকা কর্ম-ব‍্যস্ততা মন।
পরিবার পরিজন বিশাল এক আপনত্ব সেবা প্রদানে
তরিঘরি তদারকী কে কার কথা রাখে হ্নদয় মাঝে?
সব মিলায়ে তারপরও মনে পড়ে ভাল বন্ধু-বান্ধব
কথা। ইচ্ছা জাগে সাক্ষাৎ করতে তথাপিও সংশয়!!


আগের মত আর নেই কেউ; ব‍্যস্ততা তারাও; তার
পরেও যদি কেউ নেয় খোঁজ-খবর তাদের কেউ ব‍্যস্ত
কে ছোট আর কে বড়! অর্থ কার বেশি; আর কম!!
প্রতিহিংসা পক্ষপাত কোন অনুষ্ঠান আয়োজন সেথাও
দেখি বয়স হয়েছে বটে। নৈতিকতা অবক্ষয় দেখা।।


মানুষ হতে পারেনি সভ‍্যতা অদেখা। কোথায় বন্ধু?
তারপরও আবেগ তারিত করে পড়ার সাথী কথা রয়
একসাথে চলা সমবয়সী পড়ালেখা শেখা তাই বলে
কি সবারই বুঝ হয় সমান; না কখনো তা হয় না।।


যোগ‍্যতাও সকলের সমান অর্জিত হয় না এ'ধরণী
সেই তো মানুষ হয়ে মানুষ প্রতি বিদ্বেষ কখনো নয়!
স্মৃতির পাতায় বলে যেতে চাই ছোট্ট বেলাকার চল
আমরা রাখবো স্মৃতিময় অবিরত সুন্দর বাল‍্য বন্ধুত্ব!
*******************************
বাণী: স্মৃতি এমন এক স্মৃতিময় জ্ঞান অভিজ্ঞতা! যা কখনো মানুষ ভুলতে পারে না। তাই মানব জীবনটি ছোট্ট বেলা হতেই সুন্দর স্বভাব চরিত্রবান ভাল সাথী বন্ধু বান্ধবের সহিত সঙ্গ দিতে হয়। অন‍্যথায় মন্দ বন্ধু সঙ্গ একবার বাসা বাঁধলে স্মৃতিই শুধুই যন্ত্রণা দেখা দেয়। তাই উত্তম মন সুন্দর আচরণ সঙ্গবন্ধু স্মৃতিই জীবন চলার পথ একান্ত কাম‍্য।