এমন কি চাওয়া ছিল আমার
আছে কি অন্য কারো নিকট?
কোন জনম কখনও এ'ভবেতে
আমার কখনও মনে পড়ে না।


কাহারো নিকট চেয়েছি কিছু
কেউ কি আছে রয় লোভ সেই!
বলবে আমায় একটিবার এসে
না এমন কোনই কর্ম করি নাই।


এ'জীবন চলার পথে নিজ স্বার্থ
পরতাতে করেছি ব্যবহার অন্যকে।
তবে কেন প্রলাপ নিজ অপরাধ
ঢাকতে বদনাম দাও উপযুক্তকে?


এমন একটি লোকের সহিত কর্ম
চাইনি কখনও তোমার ভাগ্যে উলু!
সদা চরিত্রতা রক্ষার্থে সহযোগিতা
সব সময় সর্বোত্র সেবা মন সদয়।


হায়'রে পোড়াকপাল লাগে কি জোড়া
নিজ ভাগ্য যদি নিজ হতে কর ক্ষয়!
সেই মন প্রাণ মানুষ যতই মুখ হাসি
সেই হাসি শুঁকায়ে হবে যে হাঁসবাস।


মানুষ হওয়া শিখলে না তবেই স্বার্থ
নিজ ভোগ এরপর ভোগ-রম্যতায়।
স্বার্থ নাহি চাই কোন মানুষ অপ্রিয়
চাই মানব কল্যাণ অর্থবহতা প্রাণ।


অনন্য শোভা দিতে গড়বে তুমি
নিজেকে পরিবার সন্তান-সন্তোতি!
অনুপ্রেরণায় প্রাণিত হবে আত্মামন
সেই না একদিন বড় হয় মনুষ্যত্ব।


যে জন নিজেকেই চেনে না অন্ধতা
সেই মানুষ আজ সুবিধা পেল তো;
কাল অভুলা হৃদয়ে প্রাণ মন পাগল
এমন তুমি কেন হলে বলো ভ্রান্তি?


অপদার্থ তুমি যদি সম্মান রক্ষা নয়
তবে কেন সম্মানি জনাতে চল?
যে জ'না তোমার অপকর্ম সামাল
রক্ষা করে দু'ধোমকে কর্ম-টর্ম।


সেই না হয় তোমাতে স্বার্থপরতা
করো না রক্ষা ঐ'মনটি হতে?
কি করে এমন স্বভাব হয় তোমার
মিথ্যাচার পাপ মনটি রচনায়?


সময় যেন বলে কথা বলি দু'টি
হয়নি বিবেক তোমার ওরে অসভ্য!
তোর নিজ স্বার্থ আগে দেখো কর্মকর
ধর্ম বুঝে ন্যায়বান হও নীতিবান হও।


তবেই শান্তি অপরকে দোষ বদনাম
দিয়ে নয়! নিজ ভালো তো জগৎ বেশ'
সময় নিজকে জানতে তাই তো সেরা
আপন পর নয় ভেদাভেদ নয় মিথ্যা।
×××××××××××××××××××××
বাণী: আমি সেই লোক! মনে পড়ে না কখনও নিজ স্বার্থের জন্যে কাউকে ব্যবহার করেছি অন্যায় ও অপ্রিয় মনোভাবে। যারন্যায় কোন অপদার্থ জন এসে বলবে যে উনি তো লোক ভাল না। আমাকে কত ঠকায়েছে বিনা পারিকশ্রমে, আমি স্বাক্ষী কত অপকর্মের। যে সকল লোকেরা ঐ'ধরণের কথা বলে হ্যায় করে থাকে সঠিক লোকটিকে। সেই সকল অনৈতিক লোকদের জীবন অভিশপ্ত ছাড়া আর কিছুই নয়।