ছোট প্রাণ ছোট কথা
ছোট স্বপ্ন ছোট আশা
ছোট মন ছোট ব‍্যাথা
ছোট কুয়া ছোট নদী;

ছোট মাছ ছোট শাক
ছোট ভেলা ছোট নাউ
ছোট তরি ছোট সেতু
ছোট ফেরি ছোট বহে;

ছোট বউ ছোট ড্রেস
ছোট ছেলে ছোট মেয়ে
ছোট জামাই ছোট চাচা
ছোট ভাই ছোট ভাবী;

ছোট গল্প ছোট হাসি
ছোট ভুল ছোট  ক্ষমা
ছোট পথ ছোট চলা
ছোট খালা ছোট মামা;

ছোট খালু ছোট মনি
ছোট তাঁরা ছোট উল্কা
ছোট করে ছোট চলা
ছোট আশা ছোট ছুটে!

ছোট সেই মনটি এক
সময়ে বড় করে দেখে
মানব জীবনটিকে ঐ'
সেই ভাবনাতে কেমনে;

আশা যোগায় বড় হতে
ছোট মানুষ ছোট হাত
ছোট পা ছোট ছুটের
ছোট শিশুই এক সময়;

হয় বড় এই সমাজেরই
বুকে এক অসাধারণ ঐ'
যেন পায় এক চমৎকার
দীপ্তমান জীবন সুপ্ত মন'

ওরে ভাবনা এ'ধরা চল
শুধুই কি জেনে রাখবে
কি করে খুঁজে পাবে
ঐ'মনের সন্ধানী মানুষ..

গুলির! ছোট ছোট কবিতা
তাই ছোট কবিতা লিখতে
লেখায় প্রকাশ পেল ছোট
বলতে রয় যে অনেক'

কথা মালার গল্প-স্বল্প।
ঐ'মন প্রবাদে বলা রহে!
ছোট প্রাণ ছোট কথা!
ছোট ছোট দুঃখ কথা;

নিতান্তই সহজ সরল ভাবনাতে'
ছোট কবিতার সন্ধানে এলো
বেরিয়ে এক সুন্দর ছন্দবেশ
অপরুপ শব্দ বিন‍্যাসের প্রকাশে
রচিত ছোট কবিতার সন্ধানে।
===×××===
===×××===
বাণী: ছোট কবিতার সন্ধানে রচিত হল এক ছোট গল্পের ইতি কথা। ছোটই সমাজের আলোর শোভা! ছোট না হলে বড়কে যায় না চেনা। ঐ'ভাবনাতে বড়রা রয় বলেই ছোট ছোটদের হয় মিল মেলা। যা সর্বজন গৃহীত।।