এখন আমার অনেক কথা মনে পড়ে
ছোট্টবেলায় বেঁড়ে উঠা বয়স!
অনেক কিছু মাথা চেপে বসা ভাবনা
বিতারিত করতো বিচলিত প্রাণ।


এতো ছোট কেন; কখন হবো বড়?
নানান কথা প্যাচ মাথায় চাপ!
যেন একদিন বড় হয়ে করবো জয়
হে বিধাতা দাও না সুখ ঠিকানা।


সাহস শক্তি মনোবল ধৈর্য বিদ্যার্জন
তৈরি করো কর্মঠ জীবন সুখসাধ।
বহু বড়দেরই কথা শুনতাম জানতাম
সমবয়সীদেরও দেখতাম কেমন!


সেই;মন-প্রাণ-আত্মা-চেতনাকে বলতাম
ছোট-বড় আমি কিছু খুঁজে পাই না!
ছোটদের বয়স সেই মন চলন-বলন মন
বড়রা অনুরূপ জ্ঞান থাকতেও অন্ধ!


ভুল বড়রাও করে; ভুল ছোটরাও করে;
ভাল কর্ম বড়ও করে; ছোটরা করে!
বয়স যার যেমন সেই তারা তেমন কর্ম
বড়দের আকৃতি ও কর্ম ছোটও ছোট।


পৃথিবীর ভারসাম্য রক্ষা মানুষ জন্মান্তরের
এক অনন্য শোভা ভরা ব্যতিক্রম ধারা।
কোমল শোভা ছড়ায় ছোট্ট ছেলে-মেয়েরা
অপূর্ব পরিবার শোভা মেলায় শিশুরা!


ওদের হাসি আর খুঁশি যেন বড়রা প্রাণটিতে
মহত্ত্বতার অপূর্ব শোভা পেয়ে মুগ্ধ হয়।
সব স্বপ্ন আঁকা পিতা-মাতা পরিবার আপনত্ব
কত ভালোবাসা পেয়েছি এক অপরের।


অনেক আশার আলো ভরসা পিতা-মাথা মন
মানুষের মতন মানুষ হয়ে উজ্জ্বল মুখ!
গর্বিত হবেন সুসন্তান রক্ষা মান-সম্মান সর্বত্র
তখন তেমনটা বুঝতাম না এখন বুঝি।


সত্যই পিতা-মাতা ও আপনত্বরা কত খুঁশিতে
স্বপ্ন অঙ্কন করেন তাদের সন্তান হয়ে বড়!
উপযুক্ত মানুষ গড়ে উঠবে জীবন তটে এ'ধরা
ভবিষ্যৎ প্রজন্ম বংশধর রক্ষা পরিবার ধারা।


সত্যই উপযুক্ত পরিবার; উপযুক্ত সু্উচ্চ মনটি
পেতে শিশুর বিকাশ বিশালতা গঠনে চাই।
সুন্দর সমৃদ্ধ চলমান মুক্ত উদ্ভাসিত জীবনবোধ
মানবতা মৌলিক অধিকার শিশু মূল্যায়ন।
××××××××××××××××××××××××
বাণী: শিশুরা তখনই নষ্ট হয়; যখন শিশুদের মৌলিক অধিকার খর্ব হয়। জন্মের পর শিশুরা চায় সুন্দর আবাসন পরিচর্যা বিকাশ জীবন। আর সেই আবাসন পেতে যদি হতে হয় ছন্নছাড়া শুরুতেই জীবন শিশুমন। সেই শিশুরা কেমন করে হয় দেশ প্রেম মানবতা জীবনবোধের মানুষ। ওরা তো স্বাভাবিক মানুষই নন! তাই মানুষ শুধু বিবাহ করলেই শিশুর জন্ম দিতে পারলেই পিতা-মাতা হওয়াটা বড় কথা নয়। বড় কথা হল; নিজের মৌলিক অধিকার গড়ে তোলা। যারপর ন্যায়, উপযুক্ততায় শিশুর জন্মদাতা-দাত্রী হওয়া কামনাই আসল ও বাস্তব যৌবন সুখ সাধ। অন্যথায় বিবাহিত জীবন অবসাধের যৌন মিলন ছাড়া আর কিছুই নয়।