গ্রাম থেকে পড়ালেখা করে কর্ম নিয়ে শহুরে
ঠাঁট-বাঁট-পোশাক-আশাখ-ব‍্যাস-ভূষা!
মনে হয় গাঁ'য়ের ভূত যেন এখন বাদর বাদশা
একেবার ফুলবাবু মো সাহেব বিশেষজ্ঞ!


সুন্দর আভিজাত‍্য টানটান কথাবার্তা আক্কেল
প্রকৃত পক্ষে বোঝা যায় খেয়াল করলেই!
এক সময় ছিল যে গেয়ো ভূত ঐ'পাড়া যুগল
ছেলে-মেয়ে এখন চেনে না নিজ গ্রামকেই।


গ্রাম ঐ'তিয‍‍্য ধান-পাট; হরেক রকম ফলগাছ
নানান ধরণ গাছপালা ও পুষ্টিগুণের কথা।
এমনও শহুরে সন্তানরা রয় ভাত খায় চাউলের
চাউল কোথা থেকে জন্ম সেইটাও অজানা।


এই হল আমাদের শহুর সন্তান বাংলা মহত্ত্বতায়
কেমনে সাধন করি পরিবার পরিজনাতে?
বলি ওগো তোমরা কি কর্ম করেছো অজানা রয়
সন্তান ভাত খায় চাউলের ধানগাছ অচেনা!


শুধু কি ধানগাছ; কতরকম ফলজ ও ঔ'ষুধিগাছ
গ্রাম বাংলার বাগান সেরা সুন্দর বন-জঙ্গল।
ফল পুষ্টিগুণ ভিটামিন নাম রয় অজানা সন্তানরা
সুন্দর আকৃতি দেখা শহুর সন্তানরা ফলখায়!


বিদেশী সম্ভার তৃপ্তমন রঞ্জিত অজানাতেই সরব
এমন করেই দেশ বিদেশ অজানা জন্মান্তরে।
ভুল পথে চলা অন্ধজ্ঞান বিশেষ পান্ডিত্ব রচনায়
সমাগম চমৎকার অভিনব অতৃপ্ততা মনসুখ।


শোন শোন সকল শহুর সন্তান পরিবার-পরিজন
তোমরা গ্রামকে ভালোবাসবে যাবে গ্রামে।
আপন জ'না প্রতি রাখবে সুসম্পর্ক একে-অপরে
জ্ঞানার্জন পূর্ণতা পাবে অজানা সকল তথ‍্য।
****************************
বাণী: সেই সকল সন্তানরাই প্রকৃত জ্ঞানী! যে সকল সন্তানেরা কোন কিছু দেখায় শোভা-শোভিত ও খাদ‍্যজাত ফলজ-দ্রব‍্য; অপরিচিত হলে সেই সম্পর্ক পরিচিতি লাভে ধন‍্য হওয়া। যারপরন‍্যায়, প্রকৃত জানার অভাব পূর্ণতা পেতে শহুর সন্তানেরা জ্ঞানী হতে সহায়ক। অন‍্যথায় অনেক অজানাই জ্ঞানার্জনে অসম্পূর্ণই থেকে জীবন-যাপন করা ছাড়া আর কোন উপায় থাকবে না।যা শুধুমাত্র শহুরে ব‍্যাসভূষা সমতুল‍্য।