প্রতিটি লোক মুখটি হতে শুনতে পাই
দেশ আর দেশের নিকটে নাই!
দেশ চলে গেছে অন‍্য দেশ দেশান্তর
মানুষ আর এখন মানুষ নেই।


সব হয়েছে দিশেহারা অমানুষে ভরা
মনুষ‍্যত্বের এতো অভাব এ’ভবে!
স্বভাব চরিত্রের মাথা খেয়ে ফেলেছে
নাক লজ্জ্বা বোধ হিতাহিত নেই।


তাহলে কি সকল মানুষই ছি ছি ছি রই
হই হই রই রই বলি সকল কই!
যে আমরা বলছি দেশ রসা তল যাচ্ছে
সেই সকল লোক দেশ চালাও!


যারা বলছি সভ‍্যতা নেই গেছে রসা তল
ফিরিয়ে নাও দেশ মানব সভ‍্যতা।
আমরা মানুষ বড়ই পরনির্ভরশীল মনটি
দীপ্তমান হতে কোথায় সংকোচ?


সঙ্কা অজানা পথ চলি অভাবনা অজানা
কেমন করে রক্ষায় থাকবে মন?
দেশ প্রেম দূরত্ব মন হতে অবসান দূ’সন্ধি
এমন সকল মানুষ কলংঙ্কিতরা।


না তারা পরিবার না দেশের না বৈদেশের
জ্ঞানালো থাকতে অন্ধ অপ্রতিবাদ!
সাম‍্যের কথা বলে প্রকৃত সাম‍্য কি কোথা
অধরা পথের পথিক আবার সাম‍্য?


সেই সকল মানুষেরা হউক বিশাল বড়
বিজ্ঞজন গুণি মানুষ নাম ডাকে।
প্রকৃত পক্ষে নেই তাদের দেশ প্রেমমন
সেই তারা সভ‍্যতা বিলাপ নিষ্ফল।
***********************
বাণী: এইমাত্র দেখলাম 'বাবা-মা' উপযুক্ত সন্তানকে নিয়ে বেকার সমস‍্যায় চিন্তিত। ছেলে শিক্ষিত হয়েছে। সংসারে অভাব। বাবার একার রোজগারে সংসার চলতে হিমসিম খেতে হয়। ঐ'দিকে ছেলে ফুলবাবু গিরিতে বেশ ঘুরাফেরা বন্ধুবান্ধব মন। ভবঘুরে পর্যায় বাবা-মায়ের বকুনি শুনে বাড়ির বাহিরে। কেউ একজন দেখা কেমন আছিস! মুখে বলি আলহামদুলিল্লাহ্। আসলে আল্লাহ্ কখন কোন কাজে কিভাবে শুকুরিয়া আদায় করার ক্ষেত্রে বলতে বলেছেন কোন বরকতময় শব্দ সম্ভার। যা অতিউত্তম কর্মফলে আরো উত্তম ও ফলপ্রসূত মঙ্গল হয় মানুষের। সেই জন‍্যে ঐ'সমস্ত সুকর্মফল ও মঙ্গলময় উত্তমত্ত্বার পরিচয় বহণ অতিউত্তম আলহামদুলিল্লাহ্ বলে আল্লাহর দরবারে শুকুরিয়া আদায় করা। কোন অন‍্যায় বা অপরাধ মূলক কাজ করে অপরাধ মনে ধারণ রেখে অলস ব‍্যক্তির জন‍্য আলহামদুলিল্লাহ্ অশোভন আল্লাহর প্রদত্ত কালামকে ব্লাকমেইল করা ছাড়া ঐ'রকম ব‍্যক্তিদের আর কোন সুফল হয় কি না আমার অজানা।