সভ‍্যতা পেতে জাগ্রত জাতি
মানবতা প্রেত উচ্চমান সম।
দীক্ষা সময় অনন‍্য প্রেমভাব
উপযুক্ত নয়ন প্রাণ মন হ্নদ।


সভ‍্য জাতি হতে সেই শিক্ষা
উষা আলোক ছড়া স্বপ্নেব্রত
বিভোরতা এই মানব কূলের
সেরা ধর্ম সেরা প্রেরণা জাতি।


মানব জাতি মানবতা বুঝতে
হয় যদি সেই মনটি একনিষ্ঠ
চেতনা সমতা আদব চলমান’
প্রক্রিয়া ধর্ম-কর্ম-মান‍্য-আইন।


বিধাতার বিধান সবই অনন‍্য
সভ‍্য সততা ন‍্যায় পরায়নতাই
আত্মমর্যাদা পাবে যেন পূর্ণতা
সর্বত্র নিবে দীক্ষা মন চলাচল।


যেখানে যাবে সেখানেই রক্ষা
নিজ জীবনে রাখতে দীক্ষার্থে'
মন ভাবনা এই সুনাম চেতনা
কাজ কর্ম সব দীপ্তমান সভ‍্যে।


এমন করেই চলা মনটি যেন
চলতে পারবে সেই চলাচলেই
পাবে সৃষ্টিকর্তারই সেরা সেবা
জাতি সভ‍্যতা মানব জীবনেই।


তেমন জীবন আশারই আলো
ছড়াবে জীবন ধর্ম-কর্ম শুদ্ধেই।
কর্ম অবহেলা তখনই জীবনের
ঝঞ্জা আসবে কোন মানবতায়।


হবে না যুদ্ধ বিগ্রহের বিবাদতা
রেষারেষি মানব মানবে অধর্ম!
আপন আপনত্ব শোভা সভ‍্যতা
পৃথিবীর মানুষই পাবে পূর্ণতা।
******************
বাণী: সভ্যতা পেরণা জাগ্রত মন তখনই মানুষ লাভ করে থাকে। যখন মানুষ সঠিক জ্ঞানার্জনে ধর্মজ্ঞান শিষ্ঠাচার-অনুশাসন, নীতি-নৈতিকতা, রাষ্ট্রীয় শৃঙ্খলার মেনে জীবন যাপন করতে পারা যায়। সেই সমাজের মানুষেরাই সভ্যতা লাভে ধন্য হয়ে থাকে।