সুপ্ত প্রতিভা বিকাশ প্রকৃত মানুষ
সত‍্য-নিষ্ঠা জীবন গঠন!
বিধাতার চমৎকার দয়া প্রাপ্তিতে
সেই মানুষেরাই অনন‍্য।


সুপ্ত প্রতিভাবান সুবিবেচকেরাই
সমাজ গঠনে সামাজিক।
ভূমিকা রাখেন এক অভিন্ন জ্ঞান
নিঃস্বার্থক উদারতা ভরা।


এমন সকল মানুষ প্রজন্ম থেকে
জন্মান্তর চাই এ'ধরণীতে।
দুনিয়াটি খুবই অদভূত জায়গা
এই জায়গা কেউ দেয় না।


জায়গা করে নিতে জানতে হয়
সুবুদ্ধি জ্ঞান সুবিবেচকেরা!
প্রকৃত পক্ষে সমাজকে দেয় এক
অভিন্ন অসাধারণ উপহার।


নতুন নতুন স্বপ্ন আঁকা সৌন্দার্য
ছোট বড় সবাইকে দেয়!
অনন‍্য জীবন প্রতিভা তৈরি ঘর
একে অপরকে দেখে শেখে।


প্রতিযোগিতায় নেমে পড়ে বিদ‍্য
আনন্দ ভোগে; কে উন্নত?
একজন ছেড়ে আরেক জন চায়
সুপ্ত প্রতিভা প্রতিযোগিতায়।


সমাজ ভিন্ন ধরণ চাই কি সকল
ভাল? একে অপর হিংসা!
ধ্বংস লীলা-খেলায় রত বদনাম
রটনা ছোট খুঁশি অসভ‍্যরা।


তারপর-ও-এক-শ্রেণির সমাজের
ভাল মনের মানুষ রয়েছে।
ঐ'সকল সমাজ সচেতন মানুষরাই
শতজঙ্গল সমাজ শুদ্ধরত!
********************
বাণী: সমাজের অসভ‍্য লোকের অভাব নেই। তা সত্ত্বেও একশ্রেণির ভাল ও সুবুদ্ধি জ্ঞান সম্পূর্ণ বিদ‍্যতাপূর্ণ বিজ্ঞ জনা'দেরই সুবিবেক-বিবেচনায় অপসংস্কারকে পিছনে ফেলে, উন্নত মানব জীবন ও সমাজকে সামনের দিকে নিতে সহায়ক। যারন‍্যায়, ঐ'সেই অতীত অন্ধকার সমাজ ব‍্যবস্থা হতে আজিকের সমাজ ব‍্যবস্থা অধিকগুণ উন্নত।