মোঃ রবিউল ইসলাম কবির বড় মামার ছেলে
আমি কবি আমার মামাতো ভাই।
সে ভাইটি আমার বেশ ভাল কাজ কর্ম আদব
শিষ্ঠাচার অতুলনীয় নেই জুড়ি তার।


সে বিবাহ করেছে বউ মনিটিও আদব-কায়দায়
হাসি-খুঁশি স্বামী-স্ত্রী নেই তুলনা ওরা।
ওরা এখন আর একা নেই প্রথমে কন‍্যা সন্তান
বড়ই মিষ্টি চেহারায় আবৃত্ত অপরূপা।


নামটি তার রূপে ধারণ অনন‍্য শোভা ভরা মায়া
লাবিবা ধন‍্য নয়ন আকাশ তারা ভরা।
ঘর করেছে আলো ওদের পিতা-মাতা-আত্মীয়ে
তারই মাঝে এসেছে আয়ান মানিক!


ভাই-বোন সোনা-মানিক রতন চন্দ্র মল্লিকা দীপ্ত
ওদের হাসি খেলা আনন্দ আর কান্না'
কোলটি জুরে আপন করে মধুমাখা কোমল শরীর
কত শোভা ছড়ায় সকল আপনত্বদের।


সুখ বিরাজ পরিবার হউক বিশাল মন শিশু মানুষ
দোয়ার ভান্ডার আমার নিকট ফরিয়াদে'
লাবিবা-আয়ান দু'ভাই-বোন সুশিক্ষায় শিক্ষিত হবে
কল‍্যাণকামী হবে নিজ করবে দশ দেশ।


আয়ান শিশুসোনা মনি সময় অভাবে হয়নি দেখা
মন করেছে অস্তিরতা আমরা কবি-কবিনী।
তাই আজ ছুটে গেলাম দেখা শিশুর কোমল মুখটি
ভাল লাগা থাকলো আমরা দু'জন শিশুপ্রতি।


রবিউলের ছেলে হলে হয়নি যেয়ে দেখা শিশুটিকে
সময় বড়ই অসহায় সে দিনের অদেখা।
হঠাৎ একদিন একা যেয়ে দেখে ছিলাম মিষ্টিবরণে
বলে ছিলাম পোশাক দিবো চাচী এলে।


তাই তো ৩০'শে সেপ্টেম্বর'২০২৩ইং তারিখ, শনি-
বার আমরা দু'জনা কবি কবিণী গেলাম!
দেখতে আয়ান ছোট্ট শিশু সোনামনি বোন লাবিবা
উপহার পোশাক পড়িয়ে খুঁশি শিশুওরা।


স্মৃতির পাতায় মনে ইচ্ছা ভালো লাগা জানা রইল
মানতা পরিবার বন্ধন এ'ধরা প্রজন্মরা।
কবিমন চাওয়া কি পেলাম আর পাবোনা সেটা নয়
বড় কথা। কি করে গেলাম ঐ'টিই কর্ম।
*****************************
বাণী: আমি মনে করি মানুষ হিসাবে জন্ম মানব শিশুর। সেই শিশুর অপূর্ব মন ও সুন্দর চরিত্রিক গুণে বেড়ে ওঠার পিছনে দরকার পবিত্র পরিবার ও সমাজ। একটি শিশু মানে আগামী দিনের সমাজ দেশ তথা রাষ্ট্রীয় কর্ণধর। এমন শিশু-কিশোরের নিরাপত্তা বিধানে পিতারা যেমন চরিত্রগুণের হবে। তেমনি সমাজ তটে গড়বে সুন্দর শিশু পরিবার। আর সেই পরিবার সমাজে শিশু জন্ম নিবে। হবে শিশুর পরিচ্ছন্ন মন প্রাণ আস্তার অবিচল সুন্দর জীবনমান আবাস। অন‍্যথায় শিশু জীবন যাযাবর ছাড়া আর কিছুই নয়।