ছওয়াব পেতে জানতে হয়
কোন কাজে ছওয়াব হয়?
সেই কর্মজ্ঞান অর্জন মনটি
মানুষ দীক্ষা অপূর্ব ভাবনা।


কোথায় সেই চেতনা ভরা
স্বর্গ ও স্বর্গীয় ভাবনা রূপ?
মানুষ নিজ সফলতা চায়
চায় পরিবার পরিজন ভাব!


অবাক করা কথা মূল‍্যবান
অতি সত‍্য প্রেম কিসে রয়?
প্রকৃত সভ‍্য বিলাপ বিকাশ
ঐ'স্বর্গীয় অনন‍্যতা পেতেই।


আসল ভুলে নকল আনন্দ
ধর্ম লেবাজ মুখোশ মুখ!
বলি সদা বিলাপ বুলিতে
বিধাতার বিধান বলে এক।


হিতে বিপরীত করছি সব
নিয়ম কথা জ্ঞানার্জন কর!
বলে করবো চাই অর্জনটি
আসল রয় ধৈর্যের অভাব।


জাগ্রত জাতি পেতে স্বংশ্বয়
মহাকাব‍্য পাঠ শেষ পর্ব!
জ্ঞান কুঁঠার শূন‍্যতা হ্নদয়
বিধাতা বিধানে কি বলা?


সঠিক পথে চলা মনটির
জীবন মান যাপিত সফল
চলতে হবে সত‍্য-নিষ্ঠায়
অত‍্যান্ত সুন্দর অনুগামী।


পরিমাপ সঠিক সত‍্য মন
মিথ‍্যা মানুষ ধ্বংস সবই!
সেই সকল মানুষ ধর্ম কি?
ছওয়াব রহে মিথ‍্যা চাওয়া।


ছওয়াব হল মানুষের কাম‍্য
সহজ সরল কর্মঠ অর্থার্জন।
কল‍্যাণকামী মন সেবা ভরা
মানুষ মানুষে নিবেদিত প্রাণ।
*****************
বাণী: সভ‍্যতা বিকাশে মিথ‍্যার অন্তরাল ভরা মন মানুষ গুলি কখনো সভ‍্যতা আশা করাটা বোকামী ছাড়া আর কিছুই নয়। আর সেই সকল মানুষদের ভবিষ‍্যৎ জীবন অন্ধকার অবধারিত।