ঐ'পাড়ার আমার মা' জননীর বন্ধু
আমাদের বাড়িতে এসে বলেন!
আমার ছেলেটা অনেক ভাল-সভ‍্য
এতো ভাল ছেলে হয় কি তুলনা!


এই বয়সে অনেক বুদ্ধি নিয়ে চলে
আমার খেয়াল রাখে অন‍্য বাচ্চা
হতে বেশ আলাদা পড়ালেখায় ভাল
আল্লাহর রহমতে বেশ পেয়েছি।


দোয়া করবি যেন আমার ছেলে হয়
মানুষের মতন মানুষ এ'ধরাতে।
মা বললেন তোর ছেলে তো তোরই
মতন হবে না, মা যেমন তেমন।


দোয়া করি তোর মতন সেরা হোক
সাবধানে রাখিস ভাল থাকিস।
যে দিন কাল সমাজে ভাল থাকা দায়
কেউ কারো ভাল থাকা চক্ষুশূল।


মুগ্ধ হলেন প্রিয় মাতাসহ তাঁর বান্ধবী
হাসী অতীত বর্তমান নিয়ে গল্প।
কতদিন পরে দেখা দু'টি বন্ধুমন একান্ত
সেই প্রশংসিত ছেলেই হয়ে বড়!


মাকে দেখ ভাল করছে কতটা একান্তই
ঐ'না দু'বন্ধু আবার দেখা কয় কথা!
কেমন আছিস বোন, ভেবে ছিলাম সন্তান
বড় হয়ে মানুষের মতন মানুষ হবে।


আমার কষ্টের জীবন যাবে বুঝি ফুরায়ে
স্বপ্ন সফলতা পাবে সেই আশা।
ছেলেটি কথাই শুনতে চায় না মোটেই
নিজ হেয়ৃলিতে চলতে চায় যেথা।


এমন হলে কি করা যায় বান্ধবীকে বলে
বান্ধবী গভীর সমবেতীত মনটি'
শান্তনায় বলে মুগ্ধ হওয়া সহজ বোন'রে
মুগ্ধতা রক্ষায় রয় কি সন্তানেরা।


ওরা বোকা ঐ'বোকাদের মানুষ করা কষ্ট
সেই মানুষ নিয়ে সহজে নয় গর্ব!
এমন সময় গর্ব করবে যখন ওরা পোক্ত
জ্ঞান বুদ্ধি সচেতনতা কর্মদক্ষতা।


তবেই সভ্যতা বিলাপ সন্তান সন্তোতির
ভালোবাসা দিবে বেশ সন্তানদের।
তবে গঠন মূলক শিষ্ঠাচার সমেত হৃদয়
বিধাতার বিধান মান্য সন্তান গড়তে।


তবেই সফলতার মুক্ত দ্বার উন্মুচিত হবে
সফলতার গল্প প্রকাশ সেথায়!
যেথায় যেখানে বলবে একান্তই আপনত্ব
নেমে আসবে না সফল বিফল।


দুঃখ বাড়বে না; হাসি কান্না গড়াগড়িতে
লুটোপুটি কাদা ছুড়াছুড়ি সর্বত্রে।
প্রশংসার পঞ্চমুখ হতে পঞ্চমী হও পূর্বে
তবেই সফলতা গল্প জাগ্রত।
××××××××××××××××××××
বাণী: মানুষ অতি সহজেই সামান্য হাসিমুখ পেলেই খুঁশিতে গদগদ হয়। আবার সেই হাসিমুখটি হতেই বিরূপ বিলাপ করে। তাই মানুষকে সংযমী হতে হয় এবং প্রশংসার জন্যে একটি সময় নিতে হয়। নিজে ভাল মানুষ হওয়া। সেই সাথে যাকে কেন্দ্র করে  সফলতার গল্প চিত্র্যায়িত করা হবে। তাকে ভাল ভাবে একটি সময় নিয়ে জানা ও বুঝার চেষ্টা করা। আর সেই প্রচেষ্টার সুফলই হল মানুষ হিসাবে কাউকে আদর্শ ও সফল মানুষ হিসাবে সার্টিফাই করা। আর সেই সার্টিফাই হল আদর্শ মানুষ প্রশংসিত সফল গল্প। অন্যথায় সবই ভুল প্রশংসার করে পাপী অন্ধকার যুগের পড়ে থাকা ঘুণিধরা জীবন-যাপন ধারাবাহিক চলমান রাখা ছাড়া আর কিছুই নয়।