এক দিন সময় আসবে বলে
ভেবে বসে থাকি ঐ মনে কবে
যেন হব আমি এই দেশেরই
একজন গর্বিত দেশ সেবক।


সেই দীপ্তমানের অপূর্ব চেতনার
স্মার্ট মানব দেহের বডিটাকে ঐ
সেই তরে তৈরিতে কঠোর মনের
নির্ভয় প্রাণের অকূত দূর্লভ মনে।


বর্দী নামক বাহারী চক্কর বক্করের
ভারি দেখতে বেজায় অন‍্য রকম
আহা! ঐ সুর তরঙ্গে নাচে মন যে,
বেকূল হয়ে রয় ঐ ভাবনার চরণে।


মনে বড় হয় ভয় আসলে কি হবে
সুযোগ কখনও এই জীবনে সৈনিক
হওয়ার যোগ‍্যতা বলের ফিটনেস
নামক শারীরিক, বেসিক পরীক্ষা,


ডাক্তারী পরীক্ষা, উচ্চতা ও মনবল
চোখের দৃষ্টি, চোখের রঙ ও দু'পা
এর মাঝে সচ্ছ গ‍্যাপ মানে হাটার
সময়ে যেন এক পা অপর পায়ের


সাথে বারি খেঁয়ে না পড়ে মাটিতে
লুটায়ে কত যে নিয়ম-কানুন চলতে
থাকে ঐ মনে সব সময় কি যে এক
সৈনিক ভাবনাতে কবে জুঁটবে সেই
চিন্তা মনের হবো বুঝি সৈনিক সেই
তরের।।
===×××===
===×××===
বাণী : সৈনিক জীবন প্রাপ্তিতে এক সময় ব‍্যাকুল হয়ে মন কাঁদে। ঐ মনে পেলে নিজ হতেই ছাড়তে চায় কতটা বেদনার স্মৃতি জমা হলে। তাই বিধাতায় চেয়ে মন নাওনা সেই তরে। তবেই সফলতা জীবনে "সৈনিক ভাবনা (৩) জ্ঞাপনে।।