সেই ছোট্ট বেলা হতেই স্বপ্ন ছিল
বয়স তখন দশ হবে।
তখন থেকেই মন মাঝে দুল ছিল
এক দিন আমি হবো!


এই দেশ মাতৃকার গর্বিত সৈনিক
হে আল্লাহ্ দিনটি দিও।
পারি যেন হতে সত‍্যই এ'ধরাতে
আমি হবো সৈনিক মন।


পিছু লোক কিছু বলে কেন সামনে
বলা অন্ধ ধোঁকা মনটি।
এমন লোক নেই অভাব কেন'রে
ভাবতে হতভম্ব নিশাচর।


সৈনিক জীবন ভাবনা দূর যেন হয়
অসভ‍্য সমাজ ধূর্তবাজ!
বদ স্বভাব সমাজপতি নোংরা দল
আমি হবো সৈনিক দশ।
********************
বাণী: হলাম সৈনিক পেরেছি কি সত‍্যই সভ‍্যতা ফেরাতে? ঐমন সমাজ ব‍্যবস্থা আইন বেজাল! সহজ ন য় যা ইচ্ছা সঠিক সত‍্য সভ‍্যতা গড়ে তোলা যাবে মানুষ হয়েই মানুষের কল‍্যাণে। সেই সৈনিক জীবন লাভ করতে না পারলে। সৈনিক হয়ে তেমন কোনই কল‍্যাণ নেই মানবতা বিবেকহীনতায়।