আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র
সেই হতেই ইচ্ছা জাগ্রতে হব
সৈনিক' ঐ মনেতেই, কখন যে
বেড়ে উঠবো বয়স হলে ষোল।


স্কুলের সন্মুখ ভাগের মহা সড়কেতে
ছুটে চলতো কতশত যান চলাচলে
সামরিক সাঁজোয়া, গোলন্দাজ কামান'
সামরিক গাড়ির সুসজ্জিত বহর।


চোখ জুরানো ব্যতিক্রমী বাহারী পোশাকের
ঐ যে সেথা সোঁজা পথে চলা কমান্ড মেনে
চলে পথ শৃংখলা রক্ষার্থে, মনে হয়েছে কত
যে ভাল লাগতো, সেই হতে চেয়েছি সৈনিক।


হতে চেয়ে ছিলাম অপলক নয়নের স্নিগ্ধতায়
লাগাতো' দেশ সেবারই সুবর্ণ সুযোগের কি যে'
হতে যদি পারতাম ঐ যে সেই সরাসরি দেশের
সেবার অপূর্ব সুযোগের মননের হাত ছানির।


ঐ সেই কিশোর বয়স হতেই উতলা মনে'
কেমন যেন করতো সারা বেলা দিন ক্ষণ।
কখন বেড়ে উঠবো হবো সৈনিক আদর্শ
একজন গর্বিত সুনাগরিক সেই তারণায়।


উদগ্রীব  থাকতো  যে মন ও প্রাণ আমায়'
ছিলাম খেলা-ধূলাতে বেজায় ভারী মনের
হার না মানার  অনন‍্যতার এক চমৎকার ঐ
রুপ লাবণ‍্যের চেতনার তরে কি যে রয়ে?


মনে মনে ভেবে ছিলাম হবো বুঝি একদিন
এই বাংলারই বুকে গর্বিত সৈনিক দেশ সেবায়
সেই চেতনায় রয়ে সৈনিক কষাঘাতের শৃংখলায়
করবো জীবন-যাপন ইচ্ছা মন! সৈনিক ভাবনায়।


আমাদের প্রায়াত সম্মানিত প্রিয় বিদ্রোহী কবি কাজী
নজরুল ইসলামের "আমি সৈনিক" কবিতাটি পাঠে জেনেছি'
সৈনিক যে পথ দিয়ে হেটে চলেন, সেই পথের ধুলাও নাকি
পবিত্র। সেই তারণায় মন তারিত হয়ে আজও চলে আসছি।
আমি হব সৈনিক সেই ভাবনাতে সৈনিক মনোবল চেতনায়।
(চলমান)
===***===
===***===
বাণী : কখনও কোন ইচ্ছা পূরণের তরে পূর্ব ভাবনায় পরবর্তীতে পূর্ণ হলেও মহৎ কল‍্যাণে বিধাতা উপযুক্ত সময়ে সঠিক উপহার দিয়ে পরিবর্তন করে থাকেন। যা ঐ ব‍্যক্তির জীবনের অমূল‍্য প্রাপ্য। এতে অনেক ক্ষেত্রে অজ্ঞান লোক গুলি না জেনে কটু-কথা বলে সমালোচনায় নিজকে অন্ধ করতে পারবে। কিন্তু যে ব্যক্তিকে সৃষ্টিকর্তা সম্মানের আসনে এনে মর্যাদা দিবেন, সেই প্রেরণায় সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভাল কর্মের প্রচেষ্টা কখনও বিধাতা বিফলে বিমুখ করেন না।