সৈনিক হব বলে কথা কত গল্প
কখন যে  প্রকাশিত হবে?
সেই চেতনায় ব্রত: থেকেছে মন
প্রাণের টান যেন সৈনিক।


আমি সৈনিক মনবল আত্মশুদ্ধি
আমি হব সৈনিক এ'ধরা।
দেশ মাতৃকার সেবায় নিবেদিত
সেনা কর্ম-যজ্ঞা জোয়ান।


এপ্রিল মাস শেষ হতে না হতেই
মে মাসের শেষান্তে প্রকাশ!
আগামী জুন মাসের বিশ তারিখ
প্রতিজেলা স্ট্রেডিয়ামে ডাক।


আ-হা-বে-শ-ম-জা-স্ব-ং-শ্ব-য়-ম-ন
তরিগড়ি সনদ পত্র সংগ্রহে।
আমি হব সৈনিক সে'চেতনা মনটি
থাকবো না আর নিজ মধ‍্যে!


সাধারণ জনতার কাতারে সৈনিক
থাকবো সকল তরে মনবল।
আমি সৈনিক আমি বল এমন প্রাণ
আত্মার আত্মঃউপলব্দিতে।
*********************
বাণী: একটি সাধারণ চাকুরী পাওয়া যা না কঠিন! তার চেয়েও কঠিন সৈনিকের চাকরী পেতে। যোগ‍্যতার শারীরিক মাপকাঠীতে। নিঁখুত শারীরিক, মানষিক, পরীক্ষা লিখিত ও মৌখিক এর পর ডাক্তারী তারপর আবার বয়স সাথে শিক্ষা সনদ। এমন মর্যাদা পূর্ণ যোগ‍্যতা অর্জনের মধ‍্য দিয়েই সৈনিক জীবন কামনা লাভে ধন‍্য হতে হয়। অন‍্যথায় আশায় গুঁড়ে বালি।