স্বপ্ন কে না দেখে; আমরা স্বপ্ন বাজ!
মানুষ বলতেই স্বপ্ন দেখে।
স্বপ্ন আমিও দেখি আপনিও আমরাও
স্বপ্ন বাস্তবায়ন কষ্ট দীক্ষা।


সেই কথাটি রক্ষায় রই আমরা মানুষ
ঐ'ধরা বড়ই স্বপ্নবাজের।
বিভোরতা জীবন পেতে আপন জ'নায়
যখনই রহিবে মন প্রাণ!


এরই মাঝে যারাই কষ্ট সাধ্যে রয় ব্রত:
আর সেই তারাই উন্নত!
স্বপ্নবাজ সঠিক মানুষ অনন্য সুন্দর হৃদ
সকলেই সফল হয় কি?


যে জনেরাই দীক্ষিত দীক্ষায় মনোনিবেশ
সঠিক পথে পথিক হতে;
যারাই করিবে প্রতিজ্ঞা আর তারাই হবে
এ'ধরার বুকে স্বপ্নবাজ।


যে জনেরাই করিবে হেলা স্বপ্ন দেখায়
সেই তারাই স্বপ্ন অপথ!
তাই বলি স্বপ্ন সকলেই দেখে সত্যই
বাস্তবতা স্বপ্নবাজ ক'জন!
×××××××××××××××××××××
বাণী: মানব জীবন বলতেই স্বপ্নবাজ! কথাটি যেমন সত্য। তেমনি স্বপ্ন বাস্তবায়ন খুবই কষ্টসাধ্য ব্যাপারও বটে। স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হয়। আর সেই শ্রম মত সঠিক সদ্ ব্যবহার না জানা না থাকায় সফল হওয়া দ্রুহ ব্যাপারও বটে। সেই জন্য শ্রম বিনিময় অর্জন উপার্জন নিয়ন্ত্রণ করে স্বপ্ন বাস্তবায়নই হল প্রকৃত স্বপ্নবাজ মানুষ। অন্যথায় নয়।