এমন করে কথা বলোনা!
যে কথাতে রয় যে ছলনা'
ঐ কথাটি কেমনে বলবে?
মানুষ হয়ে করবে ছলনা।


আমরা তো মানুষ হয়ে জন্মেছি
কথা দিলাম কখনও করবো না  ছলনা১
কথা দিলাম কখনও করবো না ছলনা২।
দিলাম কথা বিধাতাতে করবো না ছলনা।।


এসো ভাই-বোন কথা দেই একসাথে
নিজেকে নিজের সাথে করবো না ছলনা
ছলনা করবো না একে অপরের সাথে
ছলনা কি জানতেও চাই না এই জীবনে।।


ছলনা করে জীবন চলে না
যে জীবনে ছলনা করে পথ চলে
সেই জীবন কখনও নিজের হয় কি বল না?
না সেই ছলনাময়ী জীবন নিজের হতে পারে না।


না পারে না! না পারে না! ছলনার জীবন
লজ্জা কি হয় না মানব জীবনের
কিসের নেশাতে ঐরুপ ছলনা?
কেন করবে, কার সাথে, কোন নেশাতে?


এসো না আমরা কাজ করি সচ্ছতায়
চলি এক সাথে কোন ছলনাতে নয়
তবেই তো প্রকৃত মানুষ হওয়ার নেশায়
সামনে এগিয়ে যেতে একটুও হলে


পাওয়া যাবে আছান যা পেতে মন চাহে!
ছলনা বিহীন কর্মচাঞ্চল‍্য মানব জীবন
এই ক'দিনের সামান‍্য জীবনে কি দরকার?
ছল-চাতুরীর  ছলনাময়ীর জীবন-যাপনে!


আমরা দেখতে কি পাই না ছলনাকারী
ভবিষ‍্যৎ জীবনে কি লাভ করে থাকে ঐ মনে?
এক সময়ে দেখতে পাওয়া যায় শুধুই অরোণ‍্য
রোদনে বৃথা সময় অপচয়ে ছলনা নাম রবে ঐ
সেই মাকাল ফলের অপলক  দৃষ্টি-নন্দনের তরে
ছলনাতে কখনও মন ভরে না! জীবন চলে অবহেলাতে
সেই জন‍্যেই তো এসো সকলে না বলি ছলনাকে।।
===×××===
===×××===
বাণী : মানব জীবনের অনেক মূল‍্যবান প্রতিটি প্রাণ! সেই মানব জীবন কখনো ছলনা করে অবহেলিত হওয়া কোন অবস্থাতেই সঠিক নহে। সেই তরে প্রকৃত জ্ঞান মানের পরিচয়ে নিজকে গড়ে তুলে কোন প্রকার ছলনার প্রশ্রয়ের সুযোগের হাত ছানিতে নহে। একনিষ্ঠ‍্যতায়  এগিয়ে চলে অর্জিত হতে পারবে যে সকল মানুষেরা, তারাই তো এই দেশের প‍্রকৃত মানুষ হওয়ার অধিকার সংরক্ষণ রাখেন।।