ওহে ভাই কেমন আছো কি করছো,
কেমন চলছে দিনকাল? আরে ভাই
কে রে কবে এলে? মনে মনে তোমার
কথাই ভাবতেছি! অনেক দিন হয় দেখা


নাই তোমার। বসবস এখানে? বড়লোক
হইছিস ভুলেই গেছিস বুঝি! ঐ কথাটি
বলেই কয় যে ভাই শরীরটা ভাল নাইরে
পঁয়সার অভাবে পত্তি আনতে পারছি না।


কি যে করি ভেবে না পাই উপায়! মাথা
চুলকায় আর ঐ মনেতেই বলতে থাকে
অজানা'তেই মুখবিরবিরিয়ে  আফসা কন্ঠে
কিছু পঁয়সা কড়ি হবে কি ভাই? অনেক দিন


হয় তুমি আস না দেশে! তোমার জন‍্যে করি
দোয়া, পথে ঘাটে সমালোচনা' সেই চেতনায়,
তোমার মত মানুষই হয় না' তুমি তো সবারই
থেকেই আলাদা। এই কথাতেই দে না ভাই


টাকা কড়ি! দিতেই দেয় যে পাড়ি ঐ মনে'
পেয়েছে কি যে বেশ খুঁশি! সাময়িক মুসকি
হাসিতে আট খানা; সেই তরে  বারবারই চায়
যারা একদিন না পেলে  হয় যেন তারা বিষ


পানে হয়ে দিশেহারা। বলেই বসে কেমন বড়
লোক! কি চাকরী  করে পারে দু'টা টাকা দিতে
ও নাকি আবার বড় চাকরে! অবাক  নয়নের সেই
বাকহীনে কোন প্রতিবাদ নহে' হতে হয় যে নাস্তানা-


বুধের অজানায় অপ্রাপ্তির স্বীকার। হায়রে মানুষ
আমরা। ভিক্ষার চাল আবার কাঁড়া-অকাঁড়া' যা
রয়ে সমাদর সেই মন চেতনায় হয়ে মানুষ তারা'
কোথায় তাদের ধর্ম! কোথায় মন‍্যুষত্বের সমাদর।


****===****
****===****
বাণী : যে সকল মানুষ গুলো অন‍্যের সাহায‍্যের আশাতে ঘুরে বেড়ায়' সেই সকল মানুষেরা যতই প্রাপ‍্য হোক না কেন! তার যার কাছ থেকে পায় তার সেই প্রাপ্ত কখনও মন হতে স্বীকার করেন না। অনুরুপ চাওয়াতে অন‍্যের কাছে গেলেও সেই ব‍্যক্তির নিকটেও আরো হীন মনতায় রিক্ত হয়ে নত স্বরে হাত দু'টি পেতে করুনার আবেদন জানায়। সেই সকল মানুষ গুলি কখনও পরচর্চা হতে ফিরে আসেন না। ঐ সকল লোক গুলি হতে সাবধান।