শিরোনাম : “সমালোচনা”
কলমে: ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব
তারিখ : ০৭/০৪/২০২৩ইং।


লোকেদের কাজ অনেক বেশি
সমালোচনা সমাজ তটে।
নিজ কাজের খবর থাকে না
চাল-চুলার রয় কি ঠিক?


ঐ দিকে কে কি করলো সেই
সকল লোকেরা অসভ‍্য।
ওদের জন্মটাই কখনো সখনো
মনে হয় সমালোচনা জন্ম।


বাড়িতে স্ত্রীর স্বপ্ন হা হা কার
পরিবার খাদ‍্য অভাব।
অশান্তির শেষ ঠিকানা সম্বল
চিরচেনা অশান্তি প্রাণ।


নিজ জীবনের চিরচেনা স্বপ্নটি
অচেনা বেহিসাব লোক!
কে কি করলো দিনটি ভরপুর
করে চলা টই-টব্বুর মন।


পিছু লোকে কিছু বলে সচেতন
ঐ’সকল লোকেরা সভ‍্য।
সময় মন প্রাণ হ্নদয় জাগতিক
সেই তারাই ঊষার আলো।


আর সমালোচকেরা হয় অন্ধ
বাস গহীন অগভীর কূপ।
তাই তো শূন‍্য রোদন চলমান
সমালোচনা অপদার্থ জন।
******************
বৃণী: চলমান...