সময় যেন কথা বলে
             হ‍্যাঁ সময় কথা বলে।
যখন কাজ তখন করা
             সেই কাজ সময় কথা।


সময়ের এক ফোঁড়ন ফল
             অসময় দশ ফোঁড়ন নো-ফল!
বিথা জীবন সময় অপচয়
              চায়ের দোকান ভরা লোকে।


বেঁচা-কেনা যাইহোক খোশ-গল্প
              কোন লাভ হয় ঐ'রসমনে?
সময় বিনা হয় না সফলতা
              সময় কর্ম হিসাবই সফলতা।


অযথা জীবন চলন বেসামাল
               শেষমেষ দেখাশোনা জীবন মানুষ
হচ্ছে রংতুলি হাকডাক সর্বনাশ।
               যথাবিহীত শূন‍্য রোদন অলিক!


পরিশেষে দেই ভাগ‍্যেকে দোষারোপ
               কে হল মেম্বর চেয়ারম‍্যান ভোটে?
জীবন জোয়ার যৌবন মিলায়ে
               সময় দিয়ে বিসর্জন অযথার্থেরই।


তাতে নেই সমস‍্যা দরকার
              সবই সময়কে কাজে লাগেয়ে।
যৌবন আছে তাই প্রেমডাকে
              যথার্থতা প্রকাশ মনুষ‍্যতা বিবেক।


অসময় যৌবন ডাকে সর্বনাশ
               সবই সময় যোগ‍্যতার বর্হিঃপ্রকাশ।
ছাত্রের কাজ পড়ালেখা বিদ‍্যাপীঠে
               কর্মজীবির কাজ কর্ম সঠিকতা।


সময়কে করলে অনিয়ম ধ্বংস
               নামক জীবনের কুফল ভোগ‍্য!
দেখবে সময় যখন জিজ্ঞাসিত
               তখন জবাব রবে না সময়ের।


তাইতো বলি সময় সদ্ব্ব‍্যবহার
               করবে সকল তবেই সেরামানব
কল‍্যাণ বয়ে আসবে জীবনটিতে
               সময় যেন কথা বলে কর্ম ফলে।
****************************
বাণী: যে সকল মনুষ‍্যিরা সময়কে যথাযথ ব‍্যবহার করেছেন। সেই তাঁরাই জীবন ও তাদের কর্মই সমাজকে উন্নত করেছে। আজ সেই সকল সময় অপচয়ী মানুষের জীবনের ইতিহাস রচনার সফলতার সুঘ্রাণ ভোগ করছি। যারন‍্যায় আমরাও কমবেশী দীক্ষা নিয়ে সময়ের সদ্বব‍্যবহারের ফলও ভোগ করছি। সময়ের সঠিক ব‍্যবহারই মানুষকে যোগ‍্যবান করে তোলে। অন‍্যথায় নয়।