শ্রমিক ভাই ও বোনেরা শোন সকল শোন
তোমরা এক হও মিলন মেলায় মিলনে।
মিলবে সকল উত্তম কাজ দেশ জনতা রয়
তোমাদের শ্রম ও গায়ের ঘাম কথা বলে।


দেশ চলে চলমান গতির ধারা বাহিক সাম‍্য
অনন‍্য এক অপূর্ব সুন্দর চেতনা বোধ মন।
এমন মন ধরতে পারা বড়ই দায় সাধারণে
কোথায় স্বর্গ কোথায় নরক অজানা মনুষ‍্য।


কে আছে এমন কেউ মানুষ বিদ‍্যাতাপূর্ণের
প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত সেই?
করবে রচনা দীপ্তমান মানুষ মানুষকে নিয়ে
ভাবনার দিক ঠিক ঠিকানা আমরা মানুষ?


মানুষ বলবে মানবতার কথা মানুষ মানুষে
সেই মন প্রাণ আত্মা উপলব্দি প্রথিতরা!
কোথায় গেলে পাবে সেই তারুণ‍্যের যৌবন
কে আছে দেখার আর কে আছে শোনার?


মানব জীবন চলে চলমান বিবিধ ধারা মন
সেই মন তখনই দেখা দেয় সুকর্ম সভ‍্য।
কোন মানুষ ভাল কেও কি আছো বলবে কি?
আজ যা করি কাল কি তা চাই করতে মন?


মন হল বেহুশ জনবান্ধব অপ্রিয় সঙ্গ চলনে
বলি শোন করি কাজ কর্ম কর্মস্থল ধর্ম!
ধর্ম-কর্ম পালনীয় পবিত্রতা রক্ষা ব্রত হ্নদয়
কখনো কর্মস্থল করা যাবে না অধর্ম মন।


বেতন-ভাতার দাবী-দাওয়া ঠিক আছে করো
তবে তোমরা একতা বদ্ধতায় একমত হবে।
নিরব ঘাতক শিক্ষা নিবে দিবে শিক্ষা অপরকে
মালিক ও ক্রেতা বুঝবে শ্রমিকেরা ঠকছে।


ওরা পাচ্ছে না ওদের ন‍্যায‍্য মূল‍্য মানবতাবোধ
দ্রব‍্য মূল‍্য আর মুজরী লাগামহীন ফারাক।
কোথায় স্বর্গ আর কোথায় নরক এ'দুনিয়া দেখা
ঐ'রকম সীমাহীন অর্থ-কষ্ট পালনে রহিবে।


কোন দাঙ্গা-হাঙ্গামা-লাঠি-পেট্রোল-ইট-চাপাতী
নয় হাতে। হাত উচুঁতে ইশারা মুখে কথা!
আমাদের দাবী মানতে হবে দু'বেলা পেট পুতে
খেতে পারি সন্তান পরিবার পরিজন নিয়ে।


কোন ভাংচুর নয় সম্পদ বিনষ্ট নয় নিরবঘাতক
কোন কাজ করবে না; বিশ্ববিকাশ বিপ্লবী!
চেতনা রক্ষায় রইবে অবিরত প্রতিজ্ঞা সংগ্রামী
কত কষ্টে তৈরী মালিকেরা ধার-দেনায় শিল্প।


তোমরা সেই শিল্পের গাঁয়ে ডিল মারো কেমনে?
ভাংচূর করো এমন স্বভাব যেথা রিজিক রয়।
সেথায় করো অনাচার কেন; কেমন মানুষ আমরা?


চলমান....