জীবন চলার পথ সুগমন সুযোগ
যেন হাত ছাড়া না করি চাই ইচ্ছা।
তবু মন ভাবনা জীবনটি সুখী মন
প্রদীপ বাতি আলো দিয়ে পথদেখা।


স্বার্থকতা রক্ষা মানবতাবোধ সাম‍্যে
কেউ কোথা যাও বল দেখী এসো!
সভ‍্যতার বিকাশ ঘটানো যুব-যুবা
ওরা দেশ আগামী ভবিষ‍্যৎ কর্ণধর।


সময় যখন জীবন গড়া মানুষ হতে
হও না মানুষ সত‍্য-নিষ্ঠার পরিচয়।
মানুষের মতন মানুষ হবে দেশ-দশ
এ'দেশ-বৈদেশ সমস্ত জগৎ সংসার।


দেখবে সবাই যেন আপনত্ব পরনয়
সে'সুযোগ কাজে লাগাই হই মানুষ।
আমরা এ'ধরা বুকটিতে চলি সুন্দর।
আল্লাহর নাম স্মরণে জীবন-যৌবন...


সুযোগ পেলেই  করি আড়াদনা সেই
মন গড়তে জীবনবোধ থেকে পেতে।
অপূর্ব শিক্ষনীয় রুপরেখা পেতে হয়
মানব জীবন সুখী পরিবার সুযোগটি।
**********************
বাণী: যারাই সময়কে সঠিক ভাবে যথাযথ কাজে ব‍্যবহার করে। জীবনে সেই সকল লোকেরাই সফলতার মুখ দেখেন। তাই কঠোর পরিশ্রম দ্বারা সুযোগটি কাজে লিগায়ে জীবনে।সফলতার শিখরে পৌচ্ছানোই হল বুদ্ধিমত্ত্বার পরিচয় ধন‍্যতাবাদ প্রাপ্তিই অবধারিত।