সুখ সুখ কথা বলি সকল জ'না
শুধু দেখা সুখ দু'নয়ন বিভোর।
সেই সুখ কিসে পেতে কোথায়
কোন কর্ম করতে হয় অজানা?


সুখ-খোঁজ প্রতিটি মানুষই চাই
আসলেই কি সুখ-সুখী সকলে?
পথ-প্রান্ত-অভিলাষ-অনুকম্পার
কম্পিত স্পন্দন হ্নদয় আত্মার!


আমরা করব জয় এ'ধরণী ধরা
প্রকৃত সত‍্য-নিষ্ঠা-মন-বিদ‍্যার্জন।
ধর্মীয় জ্ঞান বিধাতার প্রতি আস্থা
মানুষ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ।।


সুখ-দুঃখে পাশে কুশল বিনিময়
বিপদে মোরা সহায় আমরা জয়
সেই মানুষ সদাচারণ সুখ-শান্তি
কভু-নাহি-বদনাম-মানুষ-মানুষে।


হিংসা-রোষানল দাহন তাপদহে
মন পুড়বে না অন্তর জীবন দশা!
মানুষ হবে ঊষার আলোক ছড়া
যাতনা দাহনে পুড়বে না কখনো।


পর ধন প্রতি করবে না লালসা
কঠোর পরিশ্রম দ্বারা করা অর্জন
সফল মানব জীবন কাম‍্য যথার্থ
ধর্ম-কর্ম-সত‍্য-নিষ্ঠা-চল-যাপন।


অপর ঠকায়ে মন অস্তিরতা প্রাণ
কি করে সুখ খুঁজে পাওয়া যায়?
সেই মন মধ‍্যে সুখ খৌঁজা দায়
কখনো সুখ খোঁজ দেখা নয়তো।


তৃপ্তি দায়ক সুখ ঠিকানা এ'ধরা
সেই মানুষ কাম‍্য বিধাতা চান!
আসল ও প্রকৃত ভিত্তির রচনা
মনুষ‍্যবোধ সুখ-খোঁজ মানুষ।।
******************
বাণী: সমাজ এমন একটি ব‍্যবস্থা। যতই করি ধান্দা ও ধান্দাবাজি মানুষ মানুষের সাথে। একদিন দু'দিন দু'মাস ছ'মাস বছর মাস পারি দেওয়া যেতেই পারে। সময় বলে একটি কথা পাপ বাপকে ছাড়ে না। বিধাতার আসল বিচারের সময় মত ঠিক বিচার করবেন। তখন আর ঐ'বিচারের হাত হতে রক্ষা পাওয়াটা সম্ভব নয়। তাই সুখ খোঁজ সঠিক মানুষ মন স্থিরতার না হওয়া পর্যন্ত কাম‍্য নয়।