এই শোন না;
তাকিয়ে দেখ না!
আমি অপেক্ষিত
তোমারই জন্য!
অনেক দিন দেখা
কত ভাল লাগা।
সুন্দর এই ভূবণ
ঐ'হঠাৎ দেখা!
মনে ধরেছে রঙ্গ
চোখের পলক!
বলে কথা শুধুই....তুমি!!
হায়'রে মন বোকা;
বুঝতে চায় না
আমার ভাল লাগে!
সে কি আমায়.. পছন্দ করে?
এক মন কম ওজন নয়!
সহজ কথা একা যায় কি... উচু করা?
বোকা প্রেম মন
কত কথা ভাবনা মন!
হঠাৎ দেখায় সুখ ঠিকানা.. বাঁধবো বলে!!
প্রেম মন মানে না।
বুঝতে চায় না সহজ কথা
তবুও মন বলে কথা রয়!
সমাজ তটে অনন্য শোভা ভরা।
দু'টি মন একটি চেতনা
এ'ধরণী সেরা।
সুখের ঠিকানা যেন অপরূপ!!
আমরা করবো জয়
এক সাথে পথ চলায়।
××××××××××××××××
বাণী: সুখের ঠিকানা খুবই কঠিন একটি সুখবাক্য কথা মালা। অনেক সাধনার ফলই চৎকার ভাবনা আর ঊষার আলোক চেতনা সুন্দর মন। আর সেই মনটিতে সুখ বাস ঠিকানাই প্রকুত সুখের ঠিকানা খুঁজে পাওয়া। তবেই মানুষ সুখ ভোগ্য।