সুখ সুখ করে ভাবনা নয় তো মানুষ হয়ে মনুষ‍্যত্বে
কর্ম করা জানতে হবে সেই না সুখ মিলবে।
জীবন সুখ সাথী হাজার বৎসর যেন চাওয়া ভাবনা
বিধাতার দয়া কর্মমন উচ্ছাস অনুশাসন মন।


এমন কোথায় পাবে; কে এমন আছেন এ'ধরণীতে?
সকল মানুষ নিজকে করি মানুষ ভাবনারত!
প্রকৃত পক্ষে আসলে আমরা কি মানুষ না অমানুষ
সেই কথা জানি কি সুখ মন ক'জনা এ'ধরা?


অলীক চেতনা মনটি ভাবনা জাগায় সহজ উপার্জন
কম কষ্টে অতিসুখ লাভ হয়ে পড়ি মহাজন।
সেই না প্রেরণায় মন দোলখায় দোলনা ছাড়াই মন
এমন করেই কামনা সুখী সুন্দর মন মনুষ‍্যত্ব!


পাগল তার ছেড়া অন্ধত্ব ব‍্যক্তিও যেখানে কথাকয়
রাষ্ট্র ও রাজনীতি নিয়ে সেখানে কে সুখী নই?
হাইরে কলাপ মন্দ চোখ থাকতেও অন্ধ বেহুশেরা
জন্ম আর মৃত‍্যু তাও ভুলে থাকা মন যেখান।


সেই মানুষ যতই বলুক সুখী আমরা ভাল আছিতো
বেশ যাচ্ছে কপালকূন্ডলা অতি আনন্দ সুখটি।
এ'ধরণী যেন আপন ভূবণ প্রাণের টান মনটি হ্নদয়
সুখী সুন্দর মন বিধাতা অনুগ্রহ দয়াদ্রতা সুখ।
******************************
বাণী: সুখী হতে হলে সুবিদ‍্যার্জন অবশ‍্যই একজন মানুষ হিসাবে কাম‍্য। যা নিজ ও বিধাতার প্রেরিত ধর্ম গ্রহন্বের প্রতি এবং সেই নির্দেশনা সঠিক ভাবে পালনীয়। তবেই মানুষের একমাত্র সুখী সুন্দর মন কামনা। অন‍্যথায় কোন অবস্থাথেই নয়।