এই যে মানুষ সকল শিশু হতে আবাল বৃদ্ধ
ছুটছে দেখা দেখি দেশ হতে দেশান্তর!
কিসের নেশায় কেমন করে ছুটছে তারা,
কোন নেশায় কি অজানা নিজ ভাবনা প্রাণ?


ঐ যে সে দিন জানতে পারলাম অমক জ'না
যাচ্ছে ছুটে বেশ খুঁশিতে দেশ-বিদেশ ভ্রমণ।
কেমন যেন মাতোয়ারা এমন হবে সেথা চল
কি অর্জনে জ্ঞান লাভ করবে জয় মুক্ত মাঝার?


সুখের পরশ মায়ায় না নিয়ে দুঃখ বেদনা শূন‍্য
অলীক চেতনা শূন‍্য রোদন নিজকেই অজানা!
সেই মানুষেরা করে গল্প ভ্রমণ কাহিনী গল্প
ঐ'সকল লোকদেরই দেখা একটি সময় হতাশ।


পকেটে নেই অর্থ ঘরে অশান্তি কর্মে ভাটা ধরা
পরিবার করে আহাজিরী কেন চলন এতো!
কিসের জন‍্য ভ্রমণ বিলাস হয়েছে কি লাভ?
যোগ‍্য হলে যোগ‍্যতা বিলাস দেবে দেখা জীবন।


আর্জনে থাকবে অনন‍্য সেরা মন চেতনা হ্নদয়
শিক্ষা-দীক্ষা-কর্ম-জ্ঞান-সময়-মতন-ব‍্যয়টি!
দেখা মিলন সীমাহীন অবিচল অপূর্ব মানবিকতা
প্রকৃত অর্জন সফল সুখ মেলা উদ্ভাস জীবন চল।


ঐ'মন জীবন নয় কামনা' মানুষ সেরা অমানুষ
যতই করবে রঙ্গ-তামাশা সবই হবে বৃথা।
সব হারায়ে পথে বসবে তখন থাকবে শুধু শূন‍্য
সুখ মেলায় না ভেসে সুখী কামনা অর্জন করো।
*****************************
বাণী: মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ বলবে সবাই। প্রকৃত পক্ষে মানুষ ক'জনা হতে পারে বিধাতার বিধান মতন শিক্ষা-দীক্ষা জ্ঞান স্বভাব-চরিত্র গুণ সমেত চলমান জীবন-যাপন। আর সেই সকল লোকেরাই একমাত্র মানুষ বলে আখ্যায়িত। অন্যথায় অতি সাধারণ চলমান নাম মাত্র মানুষ ছাড়া আর অন্য কিছুই নয়।