মানুষ খুবই অনন‍্য সুন্দর চেতনা বোধের
মানুষ মানুষের জন‍্যেই নিবেদিত।
আসলেই তাই অপূর্ব মনটি যেন সুন্দরত্ব
প্রকৃত জীবনের স্বপ্নের ঠিকানায়।


মানুষ কল্যাণ সাধনার ফল উপভোগ্য
তখনই যোগ্যতা লাভে ধন্য হয়!
যখন কর্মফল সুন্দরতম ভাবনা স্বর্গীয়
সকল ক্ষেত্রেই মুগ্ধতা প্রাপ্তি মন।


বিধাতারই বিধান মান্য নিয়ম-কানুন
সেই জ্ঞানের আলো জ্বালাতেই'
শুদ্ধি জ্ঞান অর্জন শুদ্ধতা মূল্যবোধের
ঐ'সকল মানুষ সুন্দর ভাবনার।
×××××××××××××××××××
বাণী: মানব জীবন তখনই স্বার্থক জীবন লাভ করতে পারে। যখন একজন মানুষ হিসাবে জন্ম নিয়ে যে সময় হতে বুদ্ধি বৃদ্ধি হয় এবং নিজের ভাল মন্দ বুঝার ক্ষমতা হতে থাকে। তখন হতে সঠিক ও উত্তম কাজ গুলি করতে অভ্যাস্ত হওয়া। একবার ভাল কাজ করতে অভ্যাস হলে সারাটি জীবনই ঐ'সকল লোকেরা (নারী-পুরুষ) কখনও মন্দ কাজ করতে পারে না। আর ঐ'সমস্ত মানুষেরাই সমাজের উত্তম চরিত্র গুণের গুণাম্বিত সুন্দর ভাবনাময় মানুষ।