স্বপ্ন যারা দেখে বিভোরতা মননে
বাস্তবতায় শূন্য গোয়াল!
হাতে গুণতে ক'টি গরু গোয়াল ঘর
প্রকৃতই অজানা পথের।


সেই সকল মানুষেরা স্বপ্ন বাজ নয়
যারাই অকর্মণ্য জনেরা।
স্বপ্ন দেখা তাদেরই সাঁজে বাস্তবতা
অর্থবোধকতা জ্ঞানী জ'না।


অতিলোভে তাঁতী নষ্ট গল্পটা জানি
তারপরও লোভে ধ্বংস!
হচ্ছি সভ্য সমাজ সচেতন না মানুষ'
আসলেই আমরা সভ্য?


এমন স্বপ্ন দেখবে মানুষ বিধাতা সম
সমেত অনন্য ভাবনার।
অর্জিত জাতিগত সাম্যতা অসাধারণ
অনুগামী অনুপ্রেরণা প্রদীপ!


সাত সাগর তের নদী পেরিয়ে জয়ের
মাল্যই মূল্যবান অর্জন!
অতি সহজ নয়তো কাম্য কোন সফলতা
সেই সফলতা অমূল্য।


গভীর ভাবে ভাবতে জানতে হবে মানুষ
মানুষের মতন মন্যুষত্ব।
সুবিবেচক স্বপ্নের অসাধারণ অপূর্বেরই
স্বপ্নবাজ তারা যোগ্যের।
××××××××××××××××××××
বাণী: প্রেম মন জাগ্রত জীবন মান অতিমহৎ মহত্ত্বতার পরিচয় বহণ করে। সেই প্রেমমন যদি উপযুক্ততা না পায়। যোগ্য প্রেম ভান্ডার না হয়। অপ্রয়োজনীয় স্বপ্নবাজ হয়, সেই স্বপ্নবাজ মানুষেরা কখনো বাস্তবতার নিরিখে সন্তোষজনক কিছু করতে পারেন না। আর সেই সকল লোকেদের স্বপ্ন দেখা অবান্তর ও অবাস্তবতা ছাড়া আর কিছুই নয়।