কবিতা লেখি হয়তো কবিতা হয় না
পংক্তি বেশ নয়তো সুরতাল।
সবই যেন হ‍্যায় করা সাম‍্যতা অভাব
কেমন করে লিখবো কবিতা?


না জানা রয় ভাষা; না জানা রয় অর্থ;
কেমনে লিখতে হয় সুন্দর কাব‍্য?
সুরতাল অপূর্ব উচ্চারণ মুগ্ধকর চেতনা
হাসবে কবিতা পাঠক-পাঠিকা হ্নদ।


সদা কৃষক পরিবার হাল চাষ শেষ আসা
মাথায় আসে না কোনই হিসাব!
কি করে কষি অংক; হাতে কলম অকথা
ভাবনা আসতে চায় না মনটিতে।


শতত চরণ অনন‍্যতা পাবন দেখা শোভা
সমতা সাম‍্য চরণ সুউচ্চতা প্রাণ।
একটি পেয়ালা পেলে আনতে সুশাসন ঊষা
চলমান যাত্রী চরণ হাট হতে এলাম।


গাঁয়ের ঘাম শুকায়নি এখনও পথ হতে আসা
পেট অভূক্ত মাথা ঘুরপাক খাচ্ছে।
মন বসছে না লেখায় কি করে লিখি সুরতাল
ভরা শব্দ চয়ন কাব‍্য রস কবিতা?


সময় যেন দিতে চায় না মোটেই সময় কাব‍্যে
সেই মনটি বেদনা প্রেতঃস্বচ্ছতা রূপ!
মন মাঝি তোর বৈঠা নে রে আর বাইতে দায়
শুভসূচনা শুভকামনা  শুভক্ষণ শুভস্বপ্ন।


ঐ'সময় কি করে কবি লিখবে কবিতা সুরতালে?
হাদর-বাদর-উদাসিন-সেন্সলেস!
পাগল পাগলামী পাগলী হেয়ালী কোথা সভ‍্যতা
এরই মাঝে লেখা সুরতাল হীনতা।
******************************
বাণী: সুর তালে লেখা কবিতা লেখকগণ। লাভ কি বল? যদি না হতে পারি লেখার মতন কাব্য কাব্যিক কবি ও কবিতা মন? সেই কবির লেখা কি করে হবে সমাজ সচেতনায় ভরা? তাই তো বলি লেখি যাই তাতে নেই কোনই সমস্যা। লেখক যেন হয় প্রকৃতজ্ঞানের আলোক বর্তিকার। তবেই মানব কল্যাণ পেতে পারবে মানুষ জন্ম জন্মান্তরের। শুভকামনা ব্রত:অনন্য শোভার। নয়তো সুর আছে তাল নেই লেখি কবিতা। জীবনের মান নেই চলন বলন সংসার ধর্ম অন্ধ। কি লাভ সুরতাল কবিতা চরণ? সেই তরে সঠিক কর্ম ও লেখা যেন চাই অর্থ পূর্ণতায় ভরা। তবেই যথার্থতা লেখামান সুরতাল কাব্য রস।