শোন এই দেশের সন্তানেরা! শোন সকলে;
নিজেকে যোগ‍্য করে গড় তোল! দেখবে সকলেই;
অর্থ টাকার পিছনে হবে না ছুটতে! টাকাই ছুটবে;
সেই যোগ‍্য সন্তানদের পিছনে! কেমন করে?
হায়রে বোকা সন্তানেরা! কর্মঠ হও' যোগ‍্য হলে;
একই কাজে লেবার মানে শ্রমিক হতে হয়!
ঐ'কাজটি ভাল জানলে লেবার কর্মকর্তা হতে পারবে;
লেবার অর্থ শ্রমিকের দিন হাজিরা তিনশত টাকা!
আর লেবার সর্দার বা সুপারভাইজার বা কর্মকর্তার
মাসিক বেতন পনের হাজার টাকা হলে একদিনে
আসবে পাঁচশত টাকা। এখন তবে সংক্ষেপেই বোঝেন'
শিক্ষা-দীক্ষা মানব জীবনে দক্ষতা অর্জন কতটা দরকার!
সুন্দর ভূবণে এ'জীবন যাপনে প্রেমময় জীবন সুখি ভাবনা
যেন আপন আঙ্গিনায় আনতে নেই সেই তুলনা একমাত্র;
সময় নিষ্ঠা কর্তব‍্য পরায়ন কঠোর অধ‍্যাবসায় শ্রম অর্থবোধে।
তবেই মানুষ কিছুটা বিলাসী জীবন আপনত্ব চেতনায় সুখ!
পাবে বলে সত‍্য পরিমাপণে সদা জাগ্রত হবে এক অনন‍্যে।
সেই তো শোন এই দেশের সন্তানেরা! হলে প্রকৃত মানুষ
করবে জয় জীবন তটে সফলতা ভরা প্রাণ হ্নদয় মনন জপে।
হাজার লোকের মাঝে খুজে পাওয়া যাবে একমাত্র তুমিই-
সেরা দশে এক অনন‍্য উত্তম উৎকৃষ্ট ঊষা মনন উদ্ভাসিত জন।
তবেই দেখবে টাকা হাতছানি দিচ্ছে একান্ত আপন-আপনত্বে।
***********************************
বাণী: জীবন সাজাতে সুশিক্ষার কোনই বিকল্প নেই। আধা ছেড়া কু'শিক্ষায় মানব জীবন খুবই কষ্ট-দায়ক জীবন যাপনে সুখ-খুশি ভাবনা ব‍্যতিত আর কিছু নয়।