তাল পাতা লম্বা-চওড়া
তাল গাছটিও যে লম্বা বেজাই
দেখতে খুবই হয় যে মশাই
উঠতে গাছে হয় বেজাই ভয়!
লম্বা বেজাই গাছটিতে যে
মাথায় একটি ঝুটিতে ক'টি
ডানায় ভর করে মেলিয়ে রাখে
পাখের মত শাখায় বেজায়।


তাল গাছটি যে মানবের
পরম উপকারীতে করে যে দান
নিজ স্বার্থ ত্যাগে হয় যে ব্রত:
গরমের দিনের শীতলতায়
তাল পাতারই বানানো চমৎকার
হাত পাখায় দেহটা তাই তপ্ত হয়ে
আছান পায় কি যে পাওয়া তাল
গাছেরই আর্শিবাদে কাঁচা তাল;


ফলে তুপ্ততা অনেক রসালো
কোষ কনস গুলোয় হায়-রে
মজার তুপ্ততাতে খাই যে সবাই
রসনা ভোজে হই যে বেজাই খুশি
একই রকমের অপর তাল গাছে
ফল না ধরে ধরে জট সেই ফলেও
তাল রস বানানো গাছী মশাই
যত্নকরে কেটে বের যে অন্য রকম;


স্বাদের তৃপ্ততা ভরা রস খাই যে সবাই
বানাই হয় যে কত মিঠাই' পিঠা-পুলি
ভাদ্রে পাকা তালে তপ্ততে সু-মিষ্ঠ
তাল পিঁঠাতে খুখা-খুখী, আবাল-বৃদ্ধ
সবাই বেজাই হয় যে খুশী ভোজন রসে।।
এতোই পরম উপকারে এক পায়ে;


দাঁড়িয়ে ঐ তাল গাছটি যে বাংলার।
এও স্বাক্ষর রাখে বিদ্যুৎ চমকানোতে
বাজ পড়াতে সংরক্ষণে পরিবেশ রক্ষায়
জন মানুষের ও প্রকৃতি কূলের কি যে
নি:স্বার্থক উপকারী তাল গাছ
সেবায় ব্রত: মানব ও প্রকৃতি জগতের।।


===×××===
===×××===


বাণী : একটি বৃক্ষ তাল গাছ নি:স্বার্থক ভাবে যে ভাবে মানুষ ও প্রকৃতির উপকার করে যায়; আমরা মানুষেরাও করতে কি পারি  অনুরুপ এক নিষ্ঠতায়।।