বিধাতার দয়া ব‍্যতীত মানব জীবন
জীব-জন্তু-পশু-পাখি-কীট-পতঙ্গ!
সবই জীবন-জীবিকা-নির্বাহে দ্রুহ
এ'ধরণী চলাচল বসবাস সুখবাস।


বিগত বেশকিছু দিন প্রচন্ড তাপদাহ
জন-জীবন-দাঁড়ার উপর খড়ার ঘাঁ!
কর্মময় জীবন; পড়ালেখা ছাত্র-ছাত্রী
শিশু-কিশোর সর্বস্তর কত জন অসুস্থ!


হিটস্টকে মৃত‍্যুবরণ করেছেন কতজন
বিধাতার এমন এক নিয়ম পালনব্রত!
মানুষকেই বুঝাতে চান' আমি আল্লাহ্
বলছি তোমরা দেখ আমি ব‍্যতীত কে..


আছে এমন ক্ষমতা ধর তোমরা মানুষ?
কত রকম কত অনিয়ম করছো ধরায়!
মানুষ কি মানুষেরই হুমকি হতে পারে?
ধর্মের ছায়াথল ছেড়ে করছো অনিয়ম।


দেখ আমি কি করতে পারি তুলনা করে
দেখাও আমি কে? আর তোমরা কোন?
শুরু হয়ে গেলো ফরিয়াদ আল্লাহর নিকট
হে আল্লাহ্ রক্ষা কর; বৃষ্টিদাও! দয়া কর!


আর আমরা পারছি না শৈর্য-ধৈর্য-ধারণ
তুমিই একমাত্র রক্ষাকারী যেমন সুষ্টিকর্তা
তেমনি পালন কর্তাও তুমিই এ'মহা ধরণী
ফসলেরা গাছপালাও দয়া কাম‍্য বিধাতার।


তাই আল্লাহ্ আর্তনাদ মানুষ মানবতা দান
আজ একফসলা বৃষ্টি প্রেরণে তাপদাহের'
প্রতাপদাহনকে করে দেন নিবারণ ঢাকার
শহর; জনজীবন বসবাস সর্বস্তর প্রশান্তি।
চলমান..